জকিগঞ্জ উপজেলার কাজলসার ইউনিয়নে সুরমা নদীর ওপর সেতু না থাকায় অর্ধশতাধিক গ্রামের মানুষ দীর্ঘদিন ধরে সীমাহীন দুর্ভোগের শিকার হচ্ছেন। স্বাধীনতা পরবর্তী সময় থেকে বহুবার সেতু নির্মাণের দাবি উঠলেও এখনো বাস্তবায়ন হয়নি। সরকার বদল হলেও জনদুর্ভোগ লাঘবে এ গুরুত্বপূর্ণ স্থানে সেতু নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়নি। ফলে রাজনৈতিক নেতৃত্বের প্রতি এখানকার মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা সৃষ্টি হয়েছে।
প্রতিদিন জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলার হাজার হাজার মানুষ এই পথ দিয়ে চলাচল করেন। কানাইঘাট উপজেলার কাড়াবাল্লা, বড়চাতল, কান্দি, দনা ও খাসিয়াপুঞ্জিসহ বহু গ্রামের মানুষের প্রশাসনিক কাজ ব্যতীত অন্যান্য প্রয়োজন– চিকিৎসা, ব্যবসা-বাণিজ্য, বাজার-সদাই, জীবনযাত্রার নিত্যপ্রয়োজনীয় সবকিছুতেই জকিগঞ্জে আসতে হয় এই পথ ধরে। কানাইঘাটের পাহাড়ি ভৌগোলিক অবস্থার কারণে এখনো সড়কপথে কোনো সংযোগ তৈরি হয়নি। অন্যদিকে জকিগঞ্জ উপজেলার চারিগ্রাম, মরিচা, জালালাবাদ, নালুহাটি ও রায়গ্রামের মানুষও বহুদিন ধরে এ পথ ব্যবহারের মাধ্যমে কানাইঘাটের সঙ্গে যোগাযোগ রক্ষা করে আসছেন।
বিশেষ করে খাসিয়াপুঞ্জিসহ কানাইঘাটের প্রাকৃতিক সম্পদসমৃদ্ধ এলাকায় জকিগঞ্জের ব্যবসায়ীরা নিয়মিত যাতায়াত করেন। মৌসুমভেদে তাজা সবজি, ফলমূল, পানসহ বিভিন্ন কৃষিপণ্য আমদানির ক্ষেত্রে এই পথই একমাত্র ভরসা। কিন্তু একটি সেতু না থাকায় পরিবহন ব্যয় বেড়ে যায় কয়েকগুণ।
এ বিষয়ে কাজলসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল আম্বিয়া বলেন, সেতু নির্মাণ ন্যায্য দাবি হলেও কোনো কারণে কাজটি হচ্ছে না তা স্পষ্ট নই। হয়তো সুবিধাভোগী জনসংখ্যা কম ধরে কর্তৃপক্ষ ব্যয়বহুল প্রকল্পে যেতে চাইছেন না, অথবা জনপ্রতিনিধিরা উচ্চপর্যায় থেকে আদায় করতে পারছেন না। তবে এই অঞ্চলের মানুষের কষ্ট লাঘব জরুরি।’
সড়ক ও জনপথ বিভাগ, সিলেটের নির্বাহী প্রকৌশলী আমির হোসেন বলেন, ‘এ বিষয়ে কোনো কার্যক্রম চলছে কি না আমি জানি না। আমাদের দপ্তরের পক্ষ থেকে এ নিয়ে বর্তমানে কোনো পরিকল্পনাও নেই।