হোম > সারা দেশ > সিলেট

শ্রীমঙ্গলে সরকারি কর্মকর্তা–সুধীজনের সাথে নবাগত ডিসির মতবিনিময়

উপজেলা প্রতিনিধি, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় কর্মরত সরকারি কর্মকর্তা ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে সভায় প্রধান অতিথি ছিলেন নবাগত জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল।

সভায় সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. ইসলাম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহিবুল্লাহ আকন এবং শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম।

মতবিনিময় সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা, সাংবাদিক, জনপ্রতিনিধি এবং সুধীজন উন্মুক্ত আলোচনায় অংশ নেন। তারা শ্রীমঙ্গলের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা জেলা প্রশাসকের কাছে তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল বলেন, সামনে জাতীয় সংসদ নির্বাচন। ইতোমধ্যে প্রধান উপদেষ্টা নির্বাচন প্রক্রিয়া নিয়ে আমাদের সঙ্গে কথা বলেছেন। তিনি এমন একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনের স্বপ্ন দেখছেন, যা জাতিকে আগামী শত বছর পথ দেখাবে। আমরা সেই লক্ষ্যেই কাজ করছি।

তিনি আরো বলেন, আমি নতুনভাবে এই জেলায় যোগদান করেছি। আপনাদের সঙ্গে নিয়ে যানজট নিরসন, মাদক প্রতিরোধ, পর্যটন শিল্পের বিকাশ, অবকাঠামো উন্নয়ন ও সামাজিক সম্প্রীতি জোরদারসহ নানা বিষয়ে একসঙ্গে কাজ করব।

তিনি প্রশাসনকে সহযোগিতা করার জন্য সবার প্রতি আহ্বান জানান।

জোট প্রার্থীর সমর্থনে মনোনয়ন প্রত্যাহার করলেন খেলাফত নেতা

জামায়াত প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার, লড়বেন এবি পার্টির তালহা

শ্রীমঙ্গলে বেড়েছে তীব্র শীতের প্রকোপ, তাপমাত্রা ১১.৭ ডিগ্রি

সিলেট-২ আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করলেন যারা

তারেক রহমানের সফর ঘিরে সিলেটে নিরাপত্তাব্যবস্থা জোরদার

সিলেটে বিচার বিভাগের স্মরণ সভা ও দোয়া মাহফিল

সিলেটে গণভোটের প্রচারণায় ‘ভোটের রিকশা’ উদ্বোধন

সিলেটে আ. লীগ নেতা সাবেক এপিপি সিরাজী আটক

মনোনয়ন প্রত্যাহার না করার দাবিতে জামায়াতের প্রার্থীকে অবরুদ্ধ করে বিক্ষোভ

এবার ভোটকেন্দ্রের মাঠে ছাগল চরে বেড়ানোর কোন সুযোগ নেই