হোম > সারা দেশ > সিলেট

হাসপাতালের অ্যাম্বুলেন্স পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

সিলেট ব্যুরো

সিলেট নগরীতে শনিবার দিবাগত রাতে সরকারি হাসপাতালের অ্যাম্বুলেন্স ও একটি গাড়ি দুর্বৃত্তরা আগুনে পুড়িয়ে দিয়েছে বলে খবর পাওয়া গেছে।

জানা যায়, নগরীর চৌহাট্টায় শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালের পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা সরকারি অ্যাম্বুলেন্স ও কুমারগাঁও বাসস্ট্যান্ডে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত রাত আড়াইটা থেকে পৌনে ৩টার দিকে এসব ঘটনা ঘটে।

ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালের পার্কিংয়ে রাত আড়াইটার দিকে দুর্বৃত্তরা অ্যাম্বুলেন্সে আগুন দেয় বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি

হাসপাতালের আরএমও (আবাসিক চিকিৎসা কর্মকর্তা) ডা. মিজানুর রহমান চৌধুরী রোববার সকালে জানান, এটি একটি চরম অমানবিক কাজ। রোগী বহনের গাড়িতে জ্বালিয়ে দেয়া হয়েছে। আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি।

হাসপাতালের সিসিটিভি ফুটেজে দেখা যায়, দুটি মোটরসাইকেলে পাঁচজন তরুণ প্রথমে পার্কিংয়ে প্রবেশ করে। পরে তাদের দেয়া আগুনে অ্যাম্বুলেন্সটি (সিলেট ছ-৭১-০০০৪) ছাই হয়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে বলে ফায়ার সার্ভিস সূত্র জানায়।

কোতোয়ালী পুলিশ ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। এর সাথে জড়িতদের শনাক্তে কাজ চলছে বলে জানায় পুলিশ।

অন্যদিকে রাত তিনটার দিকে কুমারগাঁও বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে একটি বাসেও আগুন দেয় দুর্বৃত্তরা। ঘটনার বিস্তারিত জানা যায়নি।

তবে সিলেট ফায়ার সার্ভিস সূত্র জানায়, শামসুদ্দিন আহমদ হাসপাতালে অগ্নিকাণ্ডের খবর পেয়ে রাত ৩টার ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে গিয়ে আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করে। এ সময়ই খবর আসে কুমারগাঁও বাসস্ট্যান্ডে একটি বাসে আগুন দেয়া হয়েছে। সঙ্গে সঙ্গে আমাদের টিম সেখানে গিয়ে বাসের আগুন নিয়ন্ত্রণ করে।

ইলিয়াসকে খুঁজে বেড়ানো বুধুর স্বপ্ন মাথা গোঁজার ঠাঁই

লতিরাজে আশার আলো ছড়ালেন কৃষক কামাল

পুলিশের অভিযানে ৯৫০ রাউন্ড কার্তুজসহ দুই যুবক গ্রেপ্তার

স্বাধীনতা ও জাতীয় চেতনার প্রতীক জিয়াউর রহমান: সৈয়দ ফয়সল

হ্যান্ডকাফসহ পালালো আ.লীগ নেতা, সাঁড়াশি অভিযানে পুলিশ

সুনামগঞ্জে ৬ বছরেও শেষ হয়নি অর্ধশত কোটি টাকার প্রকল্পের কাজ, জনদুর্ভোগ

বিএনপি মনোনয়ন প্রত্যাশীর উঠান বৈঠক রূপ নিলো জনসভায়

সিলেটে দ্য গার্ডিয়ানস-ক্যাপ ফাউন্ডেশনে রাজকীয় অতিথি

দ্য গার্ডিয়ানস ক্যাপের প্রকল্প পরিদর্শনে পর্তুগিজের সাবেক রাজপরিবার

ফেসবুকে ভুয়া ভিডিও ছড়িয়ে উসকানিমূলক পোস্ট