হোম > সারা দেশ > সিলেট

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি

ছবি: আমার দেশ।

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সুনামগঞ্জের মধ্যনগরে দোয়া ও মিলাফ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(৮ জানুয়ারি)বিকেল ৪টার দিকে মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন বিএনপির উদ্যোগে বংশীকুন্ডা মমিন উচ্চ বিদ্যালয়ের মাঠে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি ও রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করা হয়।

দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনের বিএনপির মনোনীত এমপি প্রার্থী ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কামরুজ্জামান কামরুল।

দোয়ার আগে সংক্ষিপ্ত বক্তব্যে কামরুজ্জামান কামরুল বলেন, বেগম খালেদা জিয়া গণতন্ত্র ও এদেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করে গেছেন। দেশের রাজনৈতিক ইতিহাসে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। আল্লাহ তায়ালা যেন তার সকল ভুলত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করেন-এ জন্য তিনি সবার দোয়া কামনা করেন।

দোয়া মাহফিলে আশপাশের বিভিন্ন মসজিদ ও মাদ্রাসার ইমাম, মুয়াজ্জিন ও শিক্ষার্থীদের পাশাপাশি উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ওসমানীনগরে প্রকাশ্যে এয়ারগান দিয়ে অতিথি পাখি হত্যার অভিযোগ

সিলেট সীমান্তে কোটি টাকার চোরাচালানী মালামাল আটক

দেশের সর্বনিম্ন তাপমাত্রা আজ শ্রীমঙ্গলে

অবৈধ অস্ত্র উদ্ধারে নেই তৎপরতা, আতঙ্কে মানুষ

‘সারওয়ারকে ১০ হাজার কোটি দিয়েও কেউ কিনতে পারবে না’

২২ জানুয়ারি তারেক রহমানের নির্বাচনি প্রচার শুরু

নিখোঁজের ৩০ ঘণ্টার মধ্যে স্কুলছাত্রী উদ্ধার, আটক দুই অপহরণকারী

সুনামগঞ্জে সাআইদৌলা এন্টারপ্রাইজে বাড়ছে শ্রমিক অসন্তোষ

আচরণবিধি ভঙ্গের অভিযোগে রেজা কিবরিয়াকে শোকজ

সিলেট-১ আসনে মনোনয়ন বাতিলে ‘বৈষম্য’ হয়েছে