কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের মুরইছড়া সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে সুকিরাম উরাং (২২) নামের এক তরুণ নিহত হয়েছে। নিহত তরুণ কর্মধা ইউনিয়নের মুরইছড়া চা-বাগানের বাসিন্দা দাসনু উরাংয়ের পুত্র।
বৃহস্পতিবার দুপুরে সীমান্তের ১৮৪৪ নং পিলারের কাছে কৃষি জমিতে কাজ করতে যায় সুকিরাম উরাং। এসময় ভারতীয় বিএসএফ সদস্যরা তার উপর এলোপাতাড়ি গুলি চালায়। প্রাণ বাঁচাতে সে দৌড়ে কিছুদূর এগিয়ে এসে মাটিতে হুমড়ি খেয়ে লুটিয়ে পড়ে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় কুলাউড়া সদর হাসপাতালে নিয়ে আসার সময় পথিমধ্যে সে মৃত্যুবরণ করে।
কুলাউড়া সদর হাসপাতালের কর্তব্যরত ডাক্তার জানান, বিএসএফের গুলিতে তরুণকে হাসপাতালে আনার আগেই সে মৃত্যুবরণ করে।
কুলাউড়া থানার অফিসার্স ইনচার্জ ওমর ফারুক সাংবাদিকদের জানান, সুকিরাম উরাংয়ের লাশ কুলাউড়া সদর হাসপাতালে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে বিজিবি ৪৬ ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এম জাকারিয়া আমার দেশকে জানান, মুরইছড়া সীমান্তে এক তরুণের মৃত্যুর খবর জেনেছি। বিস্তারিত পরে জানানো হবে।