সিলেটের ওসমানীনগর উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করতে যাচ্ছেন মুনমুন নাহার আশা।
গত রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের স্থানীয় সরকার শাখা–২ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।
এর আগে তিনি জেলা প্রশাসকের কার্যালয় ময়মনসিংহ জেলার সিনিয়র সহকারী কমিশনার হিসেবে ভূমি অধিগ্রহণ (এল.এ) শাখা-১ এবং তথ্য ও অভিযোগ শাখার দায়িত্ব পালন করছিলেন।
নতুন ইউএনও মুনমুন নাহার আশাকে স্বাগত জানিয়ে উপজেলাবাসী আশা প্রকাশ করেছেন। তারা জানান, মুনমুন নাহার আশার নেতৃত্বে ওসমানীনগরে রাজনৈতিক প্রভাবমুক্ত উন্নয়ন, সুশাসন ও জনসেবার ধারাবাহিকতা আরও এগিয়ে যাবে।