হোম > সারা দেশ > সিলেট

সিলেট সীমান্তে আবারও বাংলাদেশি যুবককে হত্যা করলো বিএসএফ

সিলেট ব্যুরো

সিলেটের কানাইঘাট পূর্ব সীমান্তে আবারও এক বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করেছে বিএসএফ। তার নাম আব্দুর রহমান (৩০)। তিনি উপজেলার আটগ্রাম বড়চাতল (বাকুরি) গ্রামের খলিলুর রহমানের ছেলে।

শনিবার বিকেল ৪টায় লাশ ভারতের অভ্যন্তর থেকে বিজিবি ও বিএসএফ’র পতাকা বৈঠকের মাধ্যমে লাশ হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।

বিজিবি ডোনা ক্যাম্পের বরাত দিয়ে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল জানান, শুক্রবার দুপুরের পর কোনো এক সময় ডোনা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন আব্দুর রহমানসহ ৪-৫ জন স্থানীয় অধিবাসী। এসময় ভারতীয় বিএসএফ আব্দুর রহমানকে তাকে গুলি করে হত্যা করে। ওখানে শনিবার বিকেল ৪টা পর্যন্ত লাশ পড়েছিল। পরে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে হস্তান্তর প্রক্রিয়া চলছে।

স্থানীয় সূত্র জানায়, চোরাই পাথে মালামাল আনতে ভারতে ঢুকেন আব্দুর রহমানসহ অন্যরা। শুক্রবার ভোরে প্রবেশ করলে বিএসএফ তাদের ওপর গুলি চালালে আব্দুর রহমান মারা যান। এসময় আরও ৪ জন আহত হয়েছেন। তারা পালিয়ে বাংলাদেশের অভ্যন্তরে আসেন।

আহতরা হলেন, জামিল আহমদ, হুসেন আহমদ, আয়নুল হক ও জুমিল আহমদ।

বিজিবি ১৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার বলেন, আমরা এমন সংবাদ পেয়েছি। লাশ শনাক্ত ও ঘটনার সত্যতা নিশ্চিতের পর হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।

তারেক রহমানের সফর ঘিরে সিলেটে নিরাপত্তা ব্যবস্থা জোরদার

সিলেটে বিচার বিভাগের স্মরণ সভা ও দোয়া মাহফিল

সিলেটে গণভোটের প্রচারণায় ‘ভোটের রিকশা’ উদ্বোধন

সিলেটে আ. লীগ নেতা সাবেক এপিপি সিরাজী আটক

মনোনয়ন প্রত্যাহার না করার দাবিতে জামায়াতের প্রার্থীকে অবরুদ্ধ করে বিক্ষোভ

এবার ভোটকেন্দ্রের মাঠে ছাগল চরে বেড়ানোর কোন সুযোগ নেই

হবিগঞ্জে পোস্টাল ব্যালটে ভোট দেবেন ১৫ হাজার ভোটার

১৭ বছর পর মৌলভীবাজারে যাচ্ছেন তারেক রহমান

সব আসনেই জয় চায় বিএনপি, চমক দেখাতে প্রস্তুত জামায়াত

শাকসুতে বিদ্রোহী প্রার্থী জুনায়েদকে ছাত্রদল থেকে বহিষ্কার