হোম > সারা দেশ > সিলেট

খালেদা জিয়ার সুস্থতা কামনায় এসএমইউজের দোয়া মাহফিল

সিলেট ব্যুরো

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে সিলেটে কর্মরত গণমাধ্যমকর্মীরা বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করেন।

বুধবার শহরের প্রেস ক্লাব ভবনে সিলেট মেট্টোপলিটন সাংবাদিক ইউনিয়নের (এসএমইউজে) উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসএমইউজের সভাপতি মোহাম্মদ বদরুদ্দোজা বদরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক খালেদ আহমদের সঞ্চালনায় দোয়া মাহফিলের আগে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সিলেট-১ আসনের এমপি প্রার্থী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির ও সিলেট জেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান অংশ নেন।

সভায় বক্তারা বলেন, খালেদা জিয়া দেশের মাটি ও মানুষকে এতটাই ভালোবাসেন যে, স্বৈরাচারী আমলে অনেক নির্যাতনের পরও তিনি জনগণ ও বাংলাদেশের পক্ষে ছিলেন। তিনি দেশ ও জনগণের জন্য বিদেশে যাননি। তিনি দেশের মানুষের আস্থার প্রতীকে পরিণত হয়েছেন।

খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো অন্যায় ও অপকর্মের নজির নেই উল্লেখ করে তারা বলেন, ভালো কাজ করেছেন বলেই তার জন্য সারা বিশ্বে দোয়া করা হচ্ছে। তার অবস্থা সংকটাপন্ন। গোটা বাংলাদেশ আজ একটি শোকের মতো অবস্থায়।

দোয়া মাহফিলে উপস্থিত রাজনৈতিক নেতা ও গণমাধ্যমকর্মীরা খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামানা করে মহান আল্লাহর কাছে দোয়া করেন।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, মহানগর জামায়াতের নায়েবে আমির ড. নূরুল ইসলাম বাবুল, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সিলেট প্রেস ক্লাবের সভাপতি ইকরামুল কবির ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম। এছাড়া সিলেট মহানগরীতে কর্মরত গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।

সিলেটে নভেম্বরে ১৬৭ জনের ডেঙ্গু শনাক্ত, দুইজনের মৃত্যু

নেতা নয়, আপনাদের সেবক হতে এসেছি: অলিউল্লাহ নোমান

খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় এতিম শিশুরা পেলো খাবার

কারাখানায় এসে ট্রলিচাপায় নিহত নারী শ্রমিক

হাসিনার নির্দেশেই বাবাকে হত্যা করা হয়েছে: ড. রেজা কিবরিয়া

এমপি হলে ট্যাক্স ফ্রি গাড়ি-সরকারি প্লট নেবেন না সাংবাদিক নোমান

ওসমানীনগরের নতুন ইউএনও মুনমুন নাহার আশা

যিনি দেশ ও জাতির জন্য জীবনবাজি রাখতে পারবে তাকে নির্বাচিত করতে হবে

সিলেটে ৬ ডিসেম্বর আট দলের বিভাগীয় সমাবেশ

৫০ হাজার টাকা চাঁদা না পেয়ে ১০ লাখ টাকার মাছ লুট যুবদল নেতার