হোম > সারা দেশ > সিলেট

রাজনগরে ঘরে ঘরে বিএনপির ৩১ দফার লিফলেট

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার

মৌলভীবাজার–৩ (সদর–রাজনগর) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এম নাসের রহমানের পক্ষে শনিবার সকালে শুরু হয় ঘরে ঘরে লিফলেট বিতরণ কর্মসূচি।

মনসুর নগরের ইছাপুরা, শ্রীধরপুর কিংবা ফতেহপুরের পশ্চিমভাগ—যেখানেই যাওয়া যায়, দেখা মিলেছে একই দৃশ্য। চায়ের দোকানে বসে থাকা কৃষকের হাতে লিফলেট, বাড়ির উঠোনে ধান শুকাতে থাকা এক গৃহিণীর কাছে দলের কর্মসূচি তুলে দিচ্ছেন স্থানীয় যুবদলকর্মীরা।

কেউ আবার রাস্তার ধারে দাঁড়িয়ে পথচারীদের সঙ্গে কুশল বিনিময় করছেন, বোঝাচ্ছেন দলের পরিকল্পনা, বলছেন—দেশ ঠিক জায়গায় ফেরাতে হলে পরিবর্তন দরকার, তাই আমাদের ৩১ দফা কর্মসূচিটা দেখেন।

লিফলেট হাতে নিয়ে কিছুক্ষণ থেমে পড়ছেন অনেকেই। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, দুর্নীতি রোধ, বিচারব্যবস্থার সংস্কার, যুব সমাজের কর্মসংস্থান,কৃষি কার্ড,হেলথ কার্ড—কোন কোন দফায় চোখ আটকে যাচ্ছে সাধারণ মানুষের।

মনসুর নগরের এক দোকানির ভাষায়, আগে কেউ এভাবে বসে বসে বুঝায় নাই। এখন বুঝতে পারছি বিএনপি আসলে কী করতে চায়।

প্রচারণায় নেতৃত্ব দেন ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতারা। তাদের ভাষায়, জনগণের সাড়া ভালো পাচ্ছেন।

ফতেহপুর ইউনিয়ন বিএনপির এক নেতা বলেন, নাসের রহমান শুধু প্রার্থী নন, এই এলাকার মানুষের কাছের মানুষ। তার পক্ষে মাঠে নামতে আমাদের আলাদা প্রেরণা লাগে না।

আরেকজন ছাত্রদলকর্মীর ভাষায়, মানুষ পরিবর্তন চায়। আমরা শুধু দরজায় দরজায় সেই পরিবর্তনের কথাটাই পৌঁছে দিচ্ছি।

এম নাসের রহমান জানান, মৌলভীবাজার–রাজনগরের মানুষ খুব সচেতন। তাদের কাছে আমাদের ৩১ দফা কর্মসূচি পৌঁছাক, এটাই চাই। দেশের গণতন্ত্র, বিচারব্যবস্থা আর মানুষের মুক্তির প্রশ্নে এই কর্মসূচি গুরুত্বপূর্ণ। তরুণেরা নিজ উদ্যোগে মাঠে নেমে প্রচারণা চালাচ্ছে, এটাই আমার সবচেয়ে বড় শক্তি।

মনসুর নগরের বিভিন্ন গ্রামে দেখা যায় নেতাকর্মীরা বাড়ির উঠোনে দাঁড়িয়ে গৃহিণীদের হাতে লিফলেট তুলে দিচ্ছেন। কেউ ধান শুকাচ্ছেন, কেউবা হাঁসের খাবার দিচ্ছেন, তার মাঝেই শোনা যায় প্রচারণার কণ্ঠ: ‘ভাই, ৩১ দফাটা একটু দেখবেন… দেশের জন্য জরুরি।’

ফতেহপুর ইউনিয়নের রাস্তাও বিকেলের দিকে আরো সরব হয়ে ওঠে। পথচারী, ক্ষুদ্র ব্যবসায়ী, রিকশাচালক, সবাই লিফলেট হাতে পাচ্ছেন দলের কর্মসূচি। কেউ সঙ্গে সঙ্গে পড়ে দেখছেন, কেউ ভাজ করে রেখে দিচ্ছেন পরে দেখার জন্য।

লিফলেট বিতরণ করতে গিয়ে নেতাকর্মীরা শুধু কর্মসূচি দেননি; গ্রামের মানুষের সঙ্গে কথা বলেছেন চলমান পরিস্থিতি, প্রত্যাশা ও সমস্যা নিয়ে।

মনসুর নগর ও ফতেহপুরের বহু জায়গায় দেখা গেছে, একজন ভোটার লিফলেট হাতে নিয়ে দফাগুলো পড়ে শোনাচ্ছেন অন্যদের। বিশেষ করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, শিক্ষা-সংস্কার, বিচারব্যবস্থার পরিবর্তন, দুর্নীতি দমন ও যুব সমাজের কর্মসংস্থান–সংক্রান্ত দফাগুলো নিয়ে মানুষের আগ্রহ বেশি।

স্থানীয় ভোটারদের ভাষায়, এই ৩১ দফা আসলে দেশের ভবিষ্যৎ গড়ার রূপরেখা। যারা দেশ গঠনের কথা বলে, তাদের পরিকল্পনাটা এভাবেই বোঝা যায়।

অনেকেই বলেন, যে দল এমন বিস্তারিত কর্মসূচি তুলে ধরতে পারে, তারা দেশ পরিচালনায় কী করতে চায়—সেটা পরিষ্কার হয়। এতে বোঝা যাচ্ছে, বিএনপির এই কর্মসূচি শুধু প্রচারসামগ্রী নয়, বরং সাধারণ মানুষের আলাপের কেন্দ্রবিন্দুর একটি বিষয়ে পরিণত হয়েছে।

রাজনগর উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম শেলুন চলমান লিফলেট বিতরণ কর্মসূচি সম্পর্কে বলেন, দলের কেন্দ্রীয় ৩১ দফা কর্মসূচি মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আমরা তৃণমূলে একজোট হয়ে মাঠে নেমেছি। গ্রামেগঞ্জে মানুষের সাড়া খুবই আশাব্যঞ্জক। তারা পরিবর্তন ও গণতন্ত্র চায়—আমরা শুধু তাদের হাতে সেই পথনকশাটুকু তুলে দিচ্ছি।

তিনি আরো বলেন, মৌলভীবাজার–৩ আসনে এম নাসের রহমান একজন জনপ্রিয় ও গ্রহণযোগ্য প্রার্থী। তার পক্ষে মানুষের সমর্থন দিনে দিনে বাড়ছে। আমরা শান্তিপূর্ণভাবে প্রচারণা চালাচ্ছি এবং জনগণের আস্থায় ধানের শীষের বিজয় নিশ্চিত হবে।

গণতন্ত্র পুনরুদ্ধারে ৭ নভেম্বর গুরুত্বপূর্ণ মাইলফলক: খন্দকার মুক্তাদির

মুরগি চুরির জেরে দুই গ্রামের সংঘর্ষে আহত ৫০

জোরালো হচ্ছে বিএনপির মনোনয়ন বঞ্চিত কামরুলকে পুনর্মূল্যায়নের দাবি

সিলেট ওসমানী মেডিকেলে কোটি টাকার টেন্ডারে অনিয়মের অভিযোগ

সিলেটে যথাযথ মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস উদ্‌যাপিত

কৈলাশটিলার ১নং কূপে আবারো গ্যাস পাওয়ার সুখবর দিলো পেট্রোবাংলা

সিলেটে মাজারের খাদেম ও বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা

এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে সমন্বিতভাবে কাজ করতে হবে: সচিব আলেয়া আক্তার

ছাতকে ১২৮ বোতল ভারতীয় মদসহ যুবক গ্রেপ্তার

বিএনপির নির্বাচনি প্রচারে সরব প্রার্থী ও বঞ্চিতরা, বাড়ছে বিভক্তি