হোম > সারা দেশ > সিলেট

তারেক রহমানকে বরণ করতে প্রস্তুত হবিগঞ্জবাসী

কামরুল হাসান, হবিগঞ্জ

দলের চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল বৃহস্পতিবার হবিগঞ্জে আসছেন। এর জন্য দলের পক্ষ থেকে সব প্রস্তিতু শেষ পর্যায়ে রয়েছে।

ওই দিন হবিগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কের পাশে শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের বিশাল মাঠে দলের নির্বাচনি সভায় বক্তব্য দেবেন তারেক রহমান। এই সমাবেশে ২ লাখ মানুষের সমাগম ঘটাতে জেলা বিএনপির পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা প্রস্তুতি বৈঠকসহ নানা তৎপরতা ইতিমধ্যে শেষ করেছে।

এ সম্পর্কে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক হবিগঞ্জ-৩ আসনের প্রার্থী জি কে গউছ বলেন, দেশে ফেরার পর বিএনপির চেয়ারম্যানের ঢাকার বাইরে এটাই প্রথম সফর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির নির্বাচনি প্রচারকেন্দ্রিক সভা অনুষ্ঠিত হবে। এ কারণে অন্তত ২ লাখ মানুষের সমাগম ঘটাতে স্থানীয়ভাবে কাজ করছে বিএনপি।

বিএনপির নেতাকর্মীরা জানান, ২২ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু হবে। এর আগের রাতে তারেক রহমান আকাশপথে সিলেটে পৌঁছাবেন। পরদিন বৃহস্পতিবার সকালে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে তিনি নির্বাচনি প্রচার শুরু করবেন। পরে বেলা ১১টায় নগরের চৌহাট্টা এলাকায় আলিয়া মাদ্রাসা মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন তারেক রহমান।

সূত্র জানায়, আলিয়া মাদ্রাসা মাঠের এই নির্বাচনি জনসভায় সিলেট ও সুনামগঞ্জ জেলার বিএনপি প্রার্থীদের পাশাপাশি বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেবেন। জনসভা শেষে তারেক রহমান সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা দেবেন। পথে তিনি মৌলভীবাজারের শেরপুরে জনসভায় বক্তৃতা করবেন এবং মৌলভীবাজার জেলার এমপি পদপ্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন। পরে বেলা ৩টা থেকে বিকেল ৪টার মধ্যেই হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন। এসব সভায় হবিগঞ্জের চারটি আসনের সংসদ সদস্য পদপ্রার্থীদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবেন।

জি কে গউছ আরো জানান, জনসভায় দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষকে সম্পৃক্ত করতে জেলা ও ৯টি উপজেলায় ব্যাপক প্রচারণা করা হয়েছে। এ ছাড়া তারেক রহমান যেসব সড়ক ও মহাসড়ক দিয়ে যাবেন, সেগুলোর দুই পাশেও বিপুল মানুষের উপস্থিতির মাধ্যমে তাকে স্বাগত জানানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এদিকে শায়েস্তাগঞ্জ উপজেলা মাঠের জনসভা সফল করতে বিএনপি, যুবদল, ছাত্রদল এবং অন্যান্য অঙ্গ সংগঠন পৃথকভাবে প্রস্তুতি বৈঠক করেছে। এসব বৈঠকে জনসভায় সর্বোচ্চ লোকসমাগম নিশ্চিত করার পাশাপাশি আয়োজন সফল করতে দলের সব পর্যায়ের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ, শৃঙ্খলাপূর্ণ ও দায়িত্বশীল থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

জেলা যুবদলের আহ্বায়ক জালাল আহমেদ বলেন, তারেক রহমানের জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে যুবদল ব্যাপক প্রচারণা চালাচ্ছে।

জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিগ্যান বলেন, ছাত্রদলের নেতাকর্মীরা জনসভাস্থলে নিরাপত্তার জন্য অতন্দ্রপ্রহরী হিসেবে দায়িত্ব পালন করবেন।

শায়েস্তাগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি মিজানুর রহমান সুমন বলেন, শায়েস্তাগঞ্জবাসী গর্বিত এজন্য যে, তারেক রহমান শায়েস্তাগঞ্জের মাটিতে জনসভায় বক্তব্য রাখবেন।

এদিকে মঙ্গলবার রাত ১০টার দিকে তারেক রহমানের নিরাপত্তায় নিয়োজিত সিএসএফের একটি টিম জনসভাস্থল পরিদর্শন করেছে। এছাড়া জেলা পুলিশ সুপার ইতিমধ্যে সভাস্থল পরিদর্শক শেষ করেছেন এবং জনসভাস্থল স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বোক্ষণিক নজরদারিতে রাখছেন।

সিলেটের ৬টি আসনে ৩৩ প্রার্থীদের প্রতীক বরাদ্দ

তারেক রহমানের সফর ঘিরে বর্ণিল সাজে সিলেট নগরী

ওসমানীনগরে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রের তথ্য এখনো অজানা

জোট প্রার্থীর সমর্থনে মনোনয়ন প্রত্যাহার করলেন খেলাফত নেতা

এবি পার্টির তালহা আলমের আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

শ্রীমঙ্গলে বেড়েছে তীব্র শীতের প্রকোপ, তাপমাত্রা ১১.৭ ডিগ্রি

সিলেট-২ আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করলেন যারা

তারেক রহমানের সফর ঘিরে সিলেটে নিরাপত্তাব্যবস্থা জোরদার

সিলেটে বিচার বিভাগের স্মরণ সভা ও দোয়া মাহফিল

সিলেটে গণভোটের প্রচারণায় ‘ভোটের রিকশা’ উদ্বোধন