হোম > সারা দেশ > সিলেট

কারাখানায় এসে ট্রলিচাপায় নিহত নারী শ্রমিক

উপজেলা প্রতিনিধি, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর ইউনিয়নের রোশনি পলি ফাইবার প্লাস্টিক কারখানায় ট্রলিচাপায় নিহত হয়েছেন এক নারী শ্রমিক। বুধবার সকাল ৮টায় উপজেলার এ দুর্ঘটনা ঘটে।

নিহত নারী শ্রমিক মার্জিয়া বেগম (৪০) । তিনি একই উপজেলার ভূনবীর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের রাজপাড়া গ্রামের বাসিন্দা।

শ্রীমঙ্গল রোশনী পলি ফাইবার প্লাস্টিক কারখানার কর্মকর্তা মো. শাকিল নারী শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন বলেন, কারখানার ভেতরে মালামাল পরিবহন ট্রলির ধাক্কায় নারী শ্রমিক নিহত হয়েছেন। কারখানায় বেশ ভাঙচুর করেছে এলাকাবাসী ।

শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. জসিম আহমেদ বলেন, নিহত নারী শ্রমিক মার্জিয়া বেগম আমার ওয়ার্ডের বাসিন্দা। পরিস্থিতি খুবই উত্তপ্ত।

প্রত্যক্ষদর্শীরা জানান, কর্মস্থলে কাজের সময় হঠাৎ একটি চলন্ত ট্রলিচাপায় ওই নারী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আহত আরেক নারী শ্রমিক ও চালক আহত হলে সহকর্মীরা দ্রুত তাদের উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন।

নিহতের স্বামী আকরাম আলী বলেন, আমি আমার স্ত্রী হত্যার বিচার চাই। আমার ছেলে-মেয়ে এতিম হয়ে গেছে। তাদের ভবিষ্যতের জন্য উপযুক্ত ক্ষতিপূরণ চাই।

রশ্মি পলি ফাইবার ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের এজিএম শাকিল বলেন, আজকে সকালে দুর্ঘটনায় শ্রমিকের মৃতুতে আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত।

ক্ষতিপূরণের বিষয়ে তিনি বলেন, ক্ষতিপূরণের বিষয়টি অবশ্যই সবার আগে আসবে। এটা চিন্তা করতে করতেই আমাদের যে বিশাল ক্ষতি হয়ে গেল। এই ক্ষতিটাও দুঃখজনক। আমরা নিহতের পরিবারকে বলেছি কোনো চিন্তা না করতে তাদেরকে সর্বাত্মক ক্ষতিপূরণ দিব।

উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব ও গণ্যমান্য ব্যক্তিদের সাথে নিয়ে কোম্পানির ম্যানেজমেন্টের সাথে কথা বলেছি। তারা প্রকাশ্যে সবাইকে আশ্বস্ত করেছেন যে কর্মী তাদের নিহত হয়েছেন। তাদের পলেসি অনুযায়ী সর্বোচ্চ ক্ষতিপূরণের ব্যবস্থা করবেন। ঘটনার পারিপার্শ্বিক যে অবস্থা ঘটেছে এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলেছি। তারা তাদের কার্যকরী ব্যবস্থাগ্রহণ করবেন।

খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় এতিম শিশুরা পেলো খাবার

হাসিনার নির্দেশেই বাবাকে হত্যা করা হয়েছে: ড. রেজা কিবরিয়া

এমপি হলে ট্যাক্স ফ্রি গাড়ি-সরকারি প্লট নেবেন না সাংবাদিক নোমান

ওসমানীনগরের নতুন ইউএনও মুনমুন নাহার আশা

যিনি দেশ ও জাতির জন্য জীবনবাজি রাখতে পারবে তাকে নির্বাচিত করতে হবে

সিলেটে ৬ ডিসেম্বর আট দলের বিভাগীয় সমাবেশ

৫০ হাজার টাকা চাঁদা না পেয়ে ১০ লাখ টাকার মাছ লুট যুবদল নেতার

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় হবিগঞ্জে গণদোয়া

টিটিসি প্রকল্প বাতিল করা হলে আন্দোলন গড়ে তোলা হবে

সুনামগঞ্জ থেকে সুনাম নিয়ে ফিরবেন নতুন পুলিশ সুপার