হোম > সারা দেশ > সিলেট

সিলেটে পাঁচদিনের ব্যবধানে করোনায় আরেকজনের মৃত্যু

সিলেট ব্যুরো

সিলেটে করোনাভাইরাসে আরেকজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মৌসুমে সিলেটে করোনাভাইরাসের নতুন সাব-ভ্যারিয়েন্টে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে দুইজনে।

মঙ্গলবার দিবাগত রাতে শহীদ শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এরআগে গত ২৬ জুন সিলেটে করোনায় একজনের মৃত্যু হয়।

বুধবার (২ জুলাই) দুপুরে মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর।

শহীদ শামসুদ্দিন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মো. মিজানুর রহমান জানান, মারা যাওয়া ব্যক্তির বয়স ৮০ বছর। তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। তার বাড়ি মৌলভীবাজারে। তিনি করোনা ছাড়াও আরও অন্যান্য জটিল রোগে আক্রান্ত ছিলেন।

এদিকে বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের এক প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৪১ জনের নমুনা পরীক্ষা করে একজনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরে ২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ বছর করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে ৪২২ জনের। করোনা আক্রান্তদের মধ্যে বর্তমানে ৩ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তারা সবাই সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জোট প্রার্থীর সমর্থনে প্রার্থিতা প্রত্যাহার করলেন সাহেল

জামায়াত প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার, লড়বেন এবি পার্টির তালহা

শ্রীমঙ্গলে বেড়েছে তীব্র শীতের প্রকোপ, তাপমাত্রা ১১.৭ ডিগ্রি

সিলেট-২ আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করলেন যারা

তারেক রহমানের সফর ঘিরে সিলেটে নিরাপত্তাব্যবস্থা জোরদার

সিলেটে বিচার বিভাগের স্মরণ সভা ও দোয়া মাহফিল

সিলেটে গণভোটের প্রচারণায় ‘ভোটের রিকশা’ উদ্বোধন

সিলেটে আ. লীগ নেতা সাবেক এপিপি সিরাজী আটক

মনোনয়ন প্রত্যাহার না করার দাবিতে জামায়াতের প্রার্থীকে অবরুদ্ধ করে বিক্ষোভ

এবার ভোটকেন্দ্রের মাঠে ছাগল চরে বেড়ানোর কোন সুযোগ নেই