হোম > সারা দেশ > সিলেট

বদলির আদেশ জারির পরও কর্মস্থল ছাড়তে নারাজ শিক্ষা অফিসার

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ

বদলির আদেশ জারির পরও কর্মস্থল ছাড়তে নারাজ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাজনীন সুলতানা। তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে দুর্নীতির অভিযোগ থাকায় তিন দফায় জেলা, বিভাগ ও অধিদপ্তরীয় তদন্ত শেষে সম্প্রতি তাকে চুনারুঘাট থেকে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় বদলি করা হয়।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবের অনুমোদনক্রমে ১১ নভেম্বর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশাসন-১) স্বাক্ষরিত আদেশে বদলির বিষয়টি নিশ্চিত করা হয়। নিয়ম অনুযায়ী ১৩ নভেম্বর ছিল তার শেষ কর্মদিবস। কিন্তু অভিযোগ রয়েছে, তিনি বিভিন্ন কৌশলে চুনারুঘাটে থেকে যাওয়ার চেষ্টা করছেন।

সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জয় কুমার হাজরা জানান, আমরা দুজন সহকারী শিক্ষা অফিসার চুনারুঘাটে দায়িত্ব পালন করছি। কিন্তু নাজনীন ম্যাডাম আমাদের কাউকেই দায়িত্বভার দেননি।

তথ্যসূত্রে জানা যায়, দায়িত্ব না দিয়ে নাজনীন সুলতানা সাদা কাগজে চিকিৎসা ছুটির আবেদন লিখে অফিস সহকারীর কাছে রেখে চলে যান। বিষয়টি উপজেলায় ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।

অন্যদিকে, স্থানীয় কয়েকজন শিক্ষক নেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, তার বিরুদ্ধে বড় বড় দুর্নীতির অভিযোগ রয়েছে। তদন্তের ভিত্তিতেই তাকে বদলি করা হয়েছে। এখন এখানে থাকা তার সমিচীন নয়। তাদের মতে, বদলির পরও তিনি বহাল থাকলে চুনারুঘাটের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে।

এ বিষয়ে জানতে শিক্ষা অফিসার নাজনীন সুলতানার ব্যবহৃত মোবাইলে কল করে পাওয়া যায়নি।

ভারতকে হারিয়ে নিজ ভিটায় ফুটবলার শমিত সোম

ছেলেকে অপমান করায় দুই গ্রামের সংঘর্ষে আহত ৩৫

যুবসমাজকে রক্ষায় মাদকের আগ্রাসন রুখে দিতে হবে

সিলেটে নভেম্বরের ১৮ দিনে শতাধিক ডেঙ্গু রোগী শনাক্ত

শাল্লায় হাওর রক্ষা বাঁধ নির্মাণ কাজের সার্ভে শুরু

সিরিয়াল ভেঙে সুযোগ না দেয়ায় এক্সরে কর্মীকে মারধর, প্রতিবাদে মানববন্ধন

হাসিনার ফাঁসির রায়ে হবিগঞ্জে মিষ্টি বিতরণ

হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে সিলেটে আনন্দ উল্লাস ও মিষ্টি বিতরণ

যাদুকাটায় বিজিবির অভিযানে সেইভ মেশিনসহ ১০ নৌকা জব্দ

তাহিরপুরে বিএনপির মনোনয়ন পুনর্মূল্যায়নের দাবিতে গণ মিছিল