হোম > সারা দেশ > সিলেট

দলীয় প্রার্থীর প্রচার শেষে ফেরার পথে বিএনপি নেতার ওপর হামলা

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ

যুক্তরাজ্য বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আজমল হোসেন চৌধুরী জাবেদের ওপর হামলা হয়েছে। রোববার সন্ধ্যায় সুনামগঞ্জ-২ আসনের ধানের শীষের প্রার্থী নাছির উদ্দীন চৌধুরীর পক্ষে নির্বাচনি প্রচারকাজে অংশগ্রহণ শেষে দিরাই ফেরার পথে বিএনপির অপর গ্রুপের নেতাকর্মীদের হামলায় তিনি মারাত্মক আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সুনামগঞ্জ-২ আসনে বিএনপির অন্য মনোনয়নপ্রত্যাশী তাহির রায়হান চৌধুরী পাভেলের সমর্থক মহিউদ্দিন মিলাদ, আবু হাসান চৌধুরী সাজু, ফয়সলসহ ১৫-২০ জন জাবেদের ওপর অতর্কিত হামলা করে। এতে চোখে মারাত্মক আঘাতপ্রাপ্ত হোন আজমল চৌধুরী জাবেদ। দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

দীর্ঘদিন ধরে দিরাইয়ে নাছির গ্রুপ ও পাভেল গ্রুপের মধ্যে উত্তেজনা চলছিল। আমজাদ চৌধুরী জাবেদ বিএনপি প্রার্থী নাছির উদ্দিন চৌধুরীর জন্য অত্যন্ত নিবেদিত ছিলেন। তিনি নিজেও এই আসনে মনোনয়নপ্রত্যাশী ছিলেন। কিন্তু বিএনপি নাছির উদ্দিন চৌধুরীকে ধানের শীষের প্রার্থী হিসেবে ঘোষণা দিলে আজমল চৌধুরী জাবেদ দলের হাইকমান্ডের নির্দেশনা মেনে প্রথম থেকেই নাছির চৌধুরীর পক্ষে গণসংযোগ করতে থাকেন।

উল্লেখ্য: আজমল হোসেন চৌধুরী জাবেদ এ আসনে বিএনপির একজন অন্যতম মনোনয়নপ্রত্যাশী ছিলেন। তিনি বিএনপি চেয়ারপার্সনের গুলশান অফিসে সিলেট বিভাগের অনুষ্ঠিতব্য মনোনয়নপ্রত্যাশীদের সভায়ও অংশ নিয়েছিলেন।

মাদকমুক্ত আসন গড়ার প্রতিশ্রুতি বিএনপির প্রার্থী কামরুলের

অভিযোগ আর ওয়ারেন্ট ছাড়াই আসামি ধরেন এসআই নাজমুল

হবিগঞ্জে প্রচারে এগিয়ে শেখ সুজাত, বিজয়ে আশাবাদী কিবরিয়াপত্নী

আগামীকাল হবিগঞ্জ-১ আসনে আসছেন মামুনুল হক

দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড শ্রীমঙ্গলে

তাহিরপুরে অটোরিকশা চাপায় শিশু নিহত

উন্নয়নের ধারা ফেরাতে ধানের শীষে ভোট চান ইলিয়াসপত্নী লুনা

‘কম টাকা’য় নির্বাচন করবেন সিলেট-৬ আসনের প্রার্থীরা

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আরো ৮ কর্মকর্তা কারাগারে

নির্বাচনে ৬৪ জেলায় থাকবে ইইউ পর্যবেক্ষণ