হোম > বাণিজ্য

ওয়েস্টার্ন গ্রুপ ও কাতার এয়ারওয়েজের চুক্তি স্বাক্ষর

আমার দেশ অনলাইন

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ওয়েস্টার্ন গ্রুপ ও কাতার এয়ারওয়েজের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ছবি : সংগৃহীত

বাংলাদেশের অন্যতম শীর্ষ ব্যবসাপ্রতিষ্ঠান ওয়েস্টার্ন গ্রুপ এবং কাতার এয়ারওয়েজের মধ্যে করপোরেট চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

গতকাল সোমবার রাজধানীতে ওয়েস্টার্ন গ্রুপের প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

এই চুক্তির মাধ্যমে ওয়েস্টার্ন গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠান যেমন ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং, টাইগার সিমেন্ট, লিডস করপোরেশন লিমিটেড, ওয়েস্টার্ন সুপিরিয়র জুট ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ওয়েস্টার্ন ওভারসিজসহ গ্রুপের অন্যান্য কোম্পানি কাতার এয়ারওয়েজের করপোরেট ভ্রমণ সুবিধা, বিশেষ ছাড় ও প্রিমিয়াম সেবার আওতায় থাকবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন লিডস করপোরেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও ওয়েস্টার্ন গ্রুপের পরিচালক নাফিদ আহমেদ অনন্য।

কাতার এয়ারওয়েজের কান্ট্রি ম্যানেজার মোহাম্মদ এল ইমাম বলেন, ‘ওয়েস্টার্ন গ্রুপের সঙ্গে চুক্তি করতে পেরে আমরা গর্বিত। বাংলাদেশে সততা ও উদ্ভাবনের প্রতীক এই প্রতিষ্ঠান। আশা করি, আমাদের পারস্পরিক আস্থা ও দীর্ঘমেয়াদি সম্পর্ক এক মাইলফলক হয়ে থাকবে।’

ওয়েস্টার্ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বশির আহমেদ বলেন, ‘কাতার এয়ারওয়েজের সঙ্গে আমাদের অংশীদারত্ব নির্ভরযোগ্যতা ও বিশ্বমানের সেবার প্রতি আমাদের যৌথ অঙ্গীকারের প্রতিফলন। কাতার এয়ারওয়েজ যেমন বাংলাদেশকে বিশ্বের সঙ্গে যুক্ত করছে, ওয়েস্টার্ন গ্রুপ তেমনি দেশের উন্নয়নে উদ্ভাবনের মাধ্যমে কাজ করে যাচ্ছে।’

টাইগার সিমেন্টের ব্যবস্থাপনা পরিচালক ও ওয়েস্টার্ন গ্রুপের পরিচালক নাগির আহমেদ অপূর্ব। ওয়েস্টার্ন গ্রুপের নির্বাহী পরিচালক মেজর জেনারেল (অব.) মিজানুর রহমান খান, কাতার এয়ারওয়েজের অ্যাকাউন্ট ম্যানেজার মারুফা মাহফুজ সোনিয়াসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

এক লাফে ১০ হাজার টাকা কমলো স্বর্ণের দাম

চট্টগ্রাম বন্দরে দীর্ঘদিন পড়ে থাকা বিপজ্জনক পণ্য ধ্বংস

যৌথভাবে গবেষণা করবে ঢাকা চেম্বার ও ঢাকা স্টক এক্সচেঞ্জ

বিদ্যুৎ আমদানির অর্থ পরিশোধের নিয়ম সহজ করল বাংলাদেশ ব্যাংক

বিদেশিদের পরামর্শে শ্রম আইনে পরিবর্তন আনছে সরকার

যুক্তরাষ্ট্র থেকে বেশি দামে গম আমদানি, যা বলছে সরকার

ভ্যাট রিফান্ড দিচ্ছে না সরকার

হালাল পণ্য রপ্তানিতে পাকিস্তানের সঙ্গে বিএসটিআইয়ের চুক্তি

বড় লোকসানে প্রিমিয়ার ব্যাংক

বাণিজ্যিক যাত্রা শুরু করল বিএসসির ‘এমভি বাংলার প্রগতি’