হোম > বাণিজ্য

অর্থনৈতিক সমৃদ্ধিতে কৃষি ও জনশক্তির ব্যবহারের আহ্বান

স্টাফ রিপোর্টার

ছবি: আমার দেশ।

বাংলাদেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কৃষি ও জনশক্তির যুগান্তকারী উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন ফোরাম ব্রিগেডের সভাপতি মো. সুলতান উদ্দিন।

বৃহস্পতিবার(৪ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে এক প্রেস কনফারেন্স-এর মাধ্যমে তিনি এ আহ্বান জানান।

মো. সুলতান উদ্দিন বলেন, বাংলাদেশের টেকসই উন্নয়ন যাত্রায় কৃষি ও জনশক্তির যথাযথ ব্যবহারে নতুন দিগন্ত উন্মোচনের সময় এসেছে। দেশের সম্ভাবনাময় সম্পদগুলোকে আধুনিক প্রযুক্তি ও দক্ষ ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত করে অর্থনীতিকে আরও শক্তিশালী করতে হবে। এই উদ্যোগ শুধু উৎপাদনশীলতা বাড়াবে না, বরং সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিকেও দ্রুততর করবে।

অপার সম্ভাবনার দেশ বাংলাদেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ ও বিশ্বের শীর্ষ অর্থনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে দ্রুত ও যুগান্তকারী উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন তিনি। কৃষিখাত ও বিপুল জনশক্তিকে কাজে লাগিয়ে দেশের অর্থনীতিতে ‘টাকার বন্যা’ আনার এক বিশদ পরিকল্পনা তুলে ধরেন তিনি। তিনি বিশ্বাস করেন, সঠিক ব্যবস্থাপনা ও সৃজনশীলতার প্রয়োগ নিশ্চিত করলে এই স্বপ্ন বাস্তবায়ন সম্ভব।

মো: সুলতান উদ্দিন মনে করেন, সঠিক নেতৃত্ব ও সৃজনশীল ব্যবস্থাপনার মাধ্যমে বাংলাদেশ এখন ‘থ্রি জিরো' অর্থাৎ -জিরো কার্বন ইমিউশন, জিরো বেকারত্ব ও জিরো দারিদ্র্য -অর্জনের সুযোগ পেয়েছে। তিনি কৃষি জমি রক্ষা, মাছ উৎপাদন বাড়ানো, বেদে সম্প্রদায়কে সাপের বিষ খামারে সম্পৃক্ত করা, বসতবাড়ির সর্বোত্তম ব্যবহার ও খাড়া মাচা পদ্ধতিতে ফলন বৃদ্ধি –এসব উদ্যোগকে অর্থনৈতিক পরিবর্তনের মূল চাবিকাঠি হিসেবে তুলে ধরেন। পাশাপাশি শিক্ষায় নৈতিকতা, উৎপাদনশীলতা ও উদ্যোক্তা উন্নয়নের ওপর গুরুত্ব আরোপ করেন।

মো: সুলতান উদ্দিন দৃঢ়ভাবে বিশ্বাস করেন, কৃষির উন্নয়ন, কৃষিতে শিল্পায়ন, উৎপাদনশীল খাতে উদ্ভাবনী উদ্যোগ গ্রহণ এবং যথোপযুক্ত পলিসি ও স্ট্র্যাটেজি প্রণয়নের মাধ্যমে বাংলাদেশ খুব দ্রুতই বিশ্বের শীর্ষ অর্থনৈতিক সমৃদ্ধশালী দেশের তালিকায় প্রতিষ্ঠিত হতে পারবে। এর জন্য শুধুমাত্র সদিচ্ছা ও নগণ্য বিনিয়োগের প্রয়োজন, যা দেশের অভ্যন্তরেই ‘টাকার বন্যা’ নিশ্চিত করবে।

জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠানের খেলাপি ঋণ ৩ শতাংশ অর্থ জমা দিয়ে নিয়মিত করার সুযোগ

আবারও বাড়লো স্বর্ণের দাম

২৬ বিষয়ে সিদ্ধান্ত নিতে লাগবে অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন

মুখোমুখি অবস্থানে বস্ত্রকল ও পোশাকশিল্প মালিকরা

ফের বাড়ল স্বর্ণের দাম, ভাঙল অতীতের রেকর্ড

বিডার ওয়ান স্টপ সার্ভিসে যুক্ত হলো নতুন ১১ প্রতিষ্ঠান

বাংলাদেশকে ৩০ হাজার টন সার উপহার রাশিয়ার

সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহারের উদ্যোগ বাতিলের দাবি

আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি ঋণ সাড়ে ২৯ হাজার কোটি টাকা

রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সরকারের উদ্যোগ