নারীর ক্ষমতায়ন প্রতিষ্ঠার লক্ষ্যে শতভাগ দেশীয় পণ্যের সবচেয়ে বড় আয়োজন ১২তম জাতীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) পণ্য মেলা ২০২৫ শুরু হচ্ছে আগামী ৭ ডিসেম্বর। এবারের মেলায় অংশ নেবে প্রায় সাড়ে তিনশ’ ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান, যাদের মধ্যে প্রায় ৬০ শতাংশ নারী উদ্যোক্তা। রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ৭ দিনব্যাপী এই মেলা চলবে ১৪ ডিসেম্বর পর্যন্ত। শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে এই মেলা অনুষ্ঠিত হচ্ছে।
বুধবার আগারগাঁও পর্যটন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন মো. মুসফিকুর রহমান। তিনি জানান, ৭ ডিসেম্বর সকাল ১০টায় মেলার উদ্বোধন করবেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর এবং শিল্পসচিব মো. ওবায়দুর রহমান। এসময় জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার ২০২৫ বিজয়ী ৬জন মাইক্রো, ক্ষুদ্র, মাঝারি ও স্টার্ট-আপ উদ্যোক্তার হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেবেন অতিথিরা
মুসফিকুর রহমান বলেন, এবার মেলায় অংশ নেবে প্রায় সাড়ে তিনশ’ ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান, যাদের মধ্যে প্রায় ৬০ শতাংশ নারী-উদ্যোক্তা। এর মধ্যে সবচেয়ে বেশি ৭৪টি রয়েছে তৈরি পোশাক খাতের প্রতিষ্ঠান। এছাড়া হস্ত ও কারু শিল্পের ৫৪টি, পাদুকা ও চামড়াজাত পণ্য খাতের ৪০টি, পাটজাত পণ্যের ৩৫টি, কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ পণ্যের ২৮টি, শতরঞ্জি, বাঁশ বেত, হোগলা, সুপারিখোল, কাঠের ১৫টি, খাদপণ্যের ১৪টি, লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পের ১৩টি, জুয়েলারি শিল্পের ৯টি, প্রসাধন খাতের ৭টি, তথ্য প্রযুক্তিভিত্তিক সেবা খাতের ৫টি, হারবাল/ভেষজ শিল্পের ৫টি, প্লাস্টিক পণ্যের ৫টি, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স খাতের ৩টি, ফার্নিচার খাতের ৩টি এবং অন্যান্য খাতের ১১টি স্টল থাকবে। মেলায় উদ্যোক্তাদের পাশাপাশি উদ্যোক্তাদের সেবা প্রদানকারী শিল্প মন্ত্রণালয়ের ৭টি দপ্তর সংস্থাসহ সরকারের প্রায় ১৫টি সংস্থা, ৩০টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এবং অন্যান্য প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে।
তিনি বলেন, ১২তম জাতীয় এসএমই পণ্য মেলার প্রধান পৃষ্ঠপোষক সিটি ব্যাংক। এছাড়া অন্যান্য স্পন্সর প্রতিষ্ঠান হিসেবে থাকবে ব্র্যাক ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, ব্যাংক এশিয়া, আইডিএলসি ফাইন্যান্স ও লংকা বাংলা ফাইন্যান্স, ইউনাইটেড ফাইন্যান্স ও আইপিডিসি ফাইন্যান্স।
তিনি আরো বলেন, মেলায় এসএমই ঋণ বিতরণকারী প্রায় ৩০টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে, যাদের কাছ থেকে উদ্যোক্তারা এসএমই ঋণ বিষয়ে প্রয়োজনীয় তথ্য স্পষ্টীকরণসহ ব্যাংকারদের সাথে সরাসরি আলোচনা ও পরামর্শ করার সুযোগ পাবেন। এক্ষেত্রে ব্যাংক-উদ্যোক্তা একমত হলে- উদ্যোক্তারা ঋণের জন্য মেলাতেই আবেদন করতে পারবেন এবং সম্ভব হলে, ঋণ প্রাপ্তির বিষয়েও ধারণা অর্জন করতে পারবেন।
আয়োজক সংস্থাটি জানায়, গণমাধ্যমের প্রতিনিধিদের কাজের সুবিধার্থে মেলায় একটি মিডিয়া সেন্টার থাকবে। মেলা চলাকালীন প্রতিদিন সকাল ১০.০০টা থেকে রাত ৯.০০টা পর্যন্ত কোন প্রবেশ ফি ছাড়াই মেলা প্রাঙ্গণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। এছাড়াও মেলার পাশাপাশি বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের উইন্ডি টাউন হলে ০৮-১০ ডিসেম্বর ক্রেতা-দর্শনার্থী এবং এসএমই উদ্যোক্তাদের জন্য আয়োজন করা হবে ৬টি সেমিনার।