আজ সকালে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-এ অনুষ্ঠিত হলো চাইনিজ গভার্নমেন্ট স্কলারশিপ (সি জি এস টাইপ - এ ) নিয়ে একটি বিশেষ প্রমোশনাল সেমিনার, যা চীন ও বাংলাদেশের শিক্ষা ও সাংস্কৃতিক সহযোগিতা আরও এগিয়ে নেওয়ার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।
দীর্ঘদিন ধরে বিকেএসপি এবং চীনের বিভিন্ন প্রতিষ্ঠান একসঙ্গে কাজ করছে—বিশেষ করে ক্রীড়া বিজ্ঞান, প্রশিক্ষণ এবং শিক্ষা উন্নয়ন কার্যক্রমে। এই সম্পর্ককে আরও শক্তিশালী করার অংশ হিসেবে চীনা দূতাবাসের তত্ত্বাবধানে এবং চায়না স্কলারশিপ কাউন্সিল(সিএসসি )-এর প্রশাসনে সিজিএস টাইপ - এ বৃত্তি নিয়ে আয়োজিত হয় এই সেমিনার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিকেএসপি-এর মহাপরিচালক (DG) ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মুনীরুল ইসলাম । তিনি তার বক্তব্যে শিক্ষার্থীদের চীনে উচ্চশিক্ষার গুরুত্ব, বিশ্বমানের শিক্ষা ব্যবস্থার সুযোগ এবং সিজিএস টাইপ - এ বৃত্তির মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে দক্ষ মানবসম্পদ গঠনের বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তাঁর বক্তিৃতা শিক্ষার্থীদের মধ্যে অত্যন্ত উৎসাহ ও প্রেরণা সৃষ্টি করে।
এ ছাড়া এ বছরের সি জি এস টাইপ - এ -এর অফিশিয়াল প্রমোশনাল পার্টনার মালিশাএডু এর সিইও ড. মারুফ মোল্লা বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন। তিনি চীনে উচ্চশিক্ষার সুবিধা, প্রোগ্রামের বৈশিষ্ট্য, আবেদন প্রক্রিয়া এবং শিক্ষার্থীরা কীভাবে বৃত্তির সর্বোচ্চ সুযোগ নিতে পারে—তা পরিষ্কারভাবে উপস্থাপন করেন। সেমিনারে বিকেএসপি-এর কয়েকশত শিক্ষার্থী অংশ নেন এবং তাদের আগ্রহী প্রশ্নের উত্তর দেওয়া হয়।
চাইনিজ গভার্নমেন্ট স্কলারশিপ (সি জি এস টাইপ - এ ) হলো চীনের শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের জন্য প্রদত্ত একটি পূর্ণাঙ্গ (Fully Funded) আন্তর্জাতিক বৃত্তি। চায়না স্কলারশিপ কাউন্সিল বৃত্তিটি পরিচালনা করে থাকে। এই বৃত্তির আওতায় শিক্ষার্থীরা সম্পূর্ণ টিউশন ফি মওকুফ, বিনামূল্যে বিশ্ববিদ্যালয় আবাসন, মাসিক স্টাইপেন্ড (বাংলাদেশি টাকায় আনুমানিক ৪২,০০০–৫৯,০০০), বিনামূল্যে রিটার্ন বিমান টিকিট এবং পূর্ণ মেডিকেল ইন্স্যুরেন্স সুবিধা পেয়ে থাকে। উল্লেখযোগ্য বিষয় হলো—চীনা ভাষা না জানলেও শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারেন। মাস্টার্স ও পি এইচ ডি প্রোগ্রামের শিক্ষার্থীদের জন্য ইংরেজি মাধ্যমে পড়াশোনার সুযোগও রয়েছে।
সেমিনারে শিক্ষার্থীরা আবেদনযোগ্যতা, ভাষাগত প্রয়োজনীয়তা, বিশ্ববিদ্যালয় নির্বাচন, বিষয়ভিত্তিক সুযোগ—এসব নিয়ে প্রশ্ন করেন এবং তাদের সন্দেহ দূর করতে সক্ষম হন। ফলে শিক্ষার্থীরা সিজিএস টাইপ - এ বৃত্তি সম্পর্কে স্পষ্ট ধারণা লাভ করে এবং ভবিষ্যৎ উচ্চশিক্ষা পরিকল্পনা করতে আত্মবিশ্বাসী হয়।
এই সেমিনার চীন–বাংলাদেশ শিক্ষা সহযোগিতাকে নতুন মাত্রায় নিয়ে গেছে। বিকেএসপি এবং চীনা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সহযোগিতার ক্ষেত্র আরও সম্প্রসারণের আকাঙ্ক্ষা ব্যক্ত করা হয়। আয়োজকরা আশা করেন, বি কে এস পি -এর শিক্ষার্থীরা সিজি এসটাইপ - এ স্কলারশিপ -এর মাধ্যমে চীনে উচ্চশিক্ষা গ্রহণ করে দেশ ও আন্তর্জাতিক পরিমণ্ডলে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।