রাজধানীর শ্যামপুর জুরাইন ঋষিপাড়া এলাকায় যাত্রী বেশে চালককে গুরুতর আহত করে একটি ব্যাটারি চালিত অটোরিকশা ছিনতাই করে নিয়ে গেছে সংঘবদ্ধ ছিনতাইকারীরা। আহত অটোরিকশা চালকের নাম মো. শাহাবুদ্দিন (৫৫)। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ভোরের দিকে এই ঘটনাটি ঘটে।
আহত শাহাবুদ্দিনের স্ত্রী ময়না বেগম জানান, তার স্বামী সায়েদাবাদ থেকে দুইজন যাত্রী নিয়ে শ্যামপুর জুরাইন এলাকার দিকে যাচ্ছিলেন। পথে ঋষিপাড়া এলাকায় পৌঁছালে ঐ যাত্রীরাই তাকে অতর্কিতভাবে মারধর শুরু করে। তারা শাহাবুদ্দিনের অণ্ডকোষে আঘাত করে এবং তার মুখে কাপড় ঢুকিয়ে দিয়ে রাস্তার পাশে ফেলে দিয়ে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়।
ময়না বেগম জানান, অণ্ডকোষে গুরুতর আঘাতের কারণে শাহাবুদ্দিন অচেতন হয়ে সেখানেই পড়ে ছিলেন। পরে খবর পেয়ে স্বজনরা তাকে আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আহত চালক মো. শাহাবুদ্দিনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। চিকিৎসা শেষে তাকে হাসপাতাল থেকে বাসায় নিয়ে যাওয়া হয়েছে। আহত অটোরিকশা চালক মো. শাহাবুদ্দিন পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার চরখোলা গ্রামের মো. কাশেম এর ছেলে। তিনি বর্তমানে পরিবারের সঙ্গে যাত্রাবাড়ীর পাটের বাগ এলাকায় থাকেন।