হোম > রাজধানী

এই রাষ্ট্র ব্যবস্থায় নির্বাচন নিয়ে কথা বলা বাতুলতা মাত্র

আলোচনা সভায় ফরহাদ মাজহার

স্টাফ রিপোর্টার

সংবিধানের দ্বারা, প্রতিষ্ঠানের দ্বারা ও আন্তর্জাতিক ভূরাজনৈতিক সম্পর্কের দ্বারা যে রাষ্ট্রটা আমাদের উপর জোকের মতো বসে আছে এ থেকে মুক্ত না হলে নির্বাচন নিয়ে কথা বলা বাতুলতা মাত্র বলে মন্তব্য করেছেন কবি ও দার্শনিক ফরহাদ মাজহার।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে সেন্টার ফর ডেমোক্রেসি অ্যান্ড পিস স্টাডিজ কর্তৃক আয়োজিত ‘ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থা ও নির্বাচন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফরহাদ মাজহার বলেন, জোকের মতো বসে থাকা এই রাষ্ট্র ব্যবস্থা থেকে মুক্ত না হলে নির্বাচন নিয়ে কথা বলা বাতুলতা মাত্র। কারণ আপনি নির্বাচনটা কেন করতে চাচ্ছেন তখন এটা একটা প্রশ্ন হয়ে দাঁড়ায়। আপনি গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে এসেছেন। কিন্তু আপনি এর মহানয়ক নন এবং গণ-অভ্যুত্থানের কেউ নন।

আমাদের আশা ছিলো ড. ইউনুস যদি গণ-অভ্যুত্থানের অভিপ্রায় বুঝেন আমাদের দূর্বলতাগুলো মোকাবিলা করতে পারব। কিন্তু তিনি তা বুঝেননি বরং তিনি এখন যেই জায়গায় গেছেন বাংলাদেশের জন্য অত্যন্ত বিপজ্জনক।

জুলাই গণ-অভ্যুত্থানে প্রধান যে টার্গেট ছিল তা হলো ফ্যাসিস্ট সরকার ও ফ্যাসিস্ট সরকার ব্যবস্থাকে উৎখাত করা এবং নতুন রাষ্ট্র গঠন প্রক্রিয়া শুরু করা। এটি ছিল আমাদের অভিপ্রায়। এই অভিপ্রায় নিয়েই আমাদের হাজেররও বেশি সন্তানেরা শহীদ হয়েছে এবং পঙ্গুত্ব বরণ করেছে।

এসময় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে তিনি বলেন, এত বড় আত্মত্যাগের পরে আপনি কিসের ভিত্তিতে নির্বাচনের কথা শুরু করলেন? এটা আমার অভিযোগ আপনার প্রতি।

সাবেক সচিব ও কূটনৈতিক আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকী, কর্নেল অব. হাসিনুর রহমান বীর প্রতীক, সাবেক সচিব কাসেম মাসুদ, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী অ্যাডভোকেট আকবর হোসেন, প্রফেসর ড. দেওয়ান সাজ্জাদ, ড. এ আর খান প্রমুখ।

পুলিশ রাইফেল ক্লাবে বর্ণাঢ্য সমাপনী

২৫ জানুয়ারি থেকে শাহজালাল বিমানবন্দর এলাকায় হর্ন বাজালে শাস্তি

ঢাকার ১৩টি আসনে প্রার্থিতা প্রত্যাহার করলো ৮ জন

মামলা প্রত্যাহার ও মোবাইল ব্যবসায়ীদের মুক্তির দাবিতে মানববন্ধন

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার

বিমানবন্দর এলাকায় হর্ন বাজালে শাস্তিমূলক ব্যবস্থা নেবে ডিএমপি

ডেভিল হান্ট ফেইজ-২: রাজধানীতে গ্রেপ্তার ২৭

ই-টিকেটিং ও কাউন্টার পদ্ধতির আওতায় আসছে ঢাকার বাস ব্যবস্থা

আদর্শ নাগরিক তৈরিতে ইসলামী শিক্ষার বিকল্প নেই: ড. শামছুল আলম

হাতিরঝিলে গৃহকর্মীর ঝুলন্ত লাশ