রাজধানীর বসুন্ধরায় আইনজীবী নাঈম কিবরিয়াকে পিটিয়ে হত্যার ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার রাত ৮টার দিকে মো. জুবায়ের নামের এই আসামিকে বারিধারা থেকে গ্রেপ্তার করা হয়। ভাটারা থানার ওসি ইমাউল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
গত বুধবার রাতে বসুন্ধরা আবাসিক এলাকায় মোটরসাইকেলের সঙ্গে প্রাইভেট কারের ধাক্কার ঘটনায় পাবনা জজ আদালতের শিক্ষানবিশ আইনজীবী ৩৫ বছর বয়সি নাঈম কিবরিয়াকে পিটিয়ে জখম করা হয়। পরে তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় একটি মামলা হওয়ার পর পুলিশ ভিডিও ফুটেজ সংগ্রহ করে জুবায়েরকে শনাক্ত করা হয়।