হোম > রাজধানী

নিবন্ধন পেল ঔষধ কোম্পানির প্রতিনিধিদের সংগঠন ‘ফারিয়া’

স্টাফ রিপোর্টার

নিবন্ধিত পেয়েছে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের একমাত্র প্ল্যাটফর্ম ‘সোসাইটি অব বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভস এসোসিয়েশন (ফারিয়া)’। জয়েন্ট স্টক কোম্পানি থেকে এ নিবন্ধন নেওয়া হয়।

রাজধানীর ‘ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র সাগর-রুনি মিলনায়তনে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এতে উপস্থিত ছিলেন সংগঠনটির চেয়ারম্যান এস.এম.এম. রহমান, সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম প্রমুখ। সংবাদ সম্মেলনে সংগঠনের নানা ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন সংগঠেনের নেতারা।

এস.এম.এম. রহমান জানান, বাংলাদেশের সব ঔষধ কোম্পানির প্রতিনিধি অর্থাৎ মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের সংগঠন বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভস এসোসিয়েশন (ফারিয়া) নামে ২০১৫ সাল থেকে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় যাত্রা শুরু করে। দীর্ঘ সময় ধরে লক্ষ্য অর্জনে শান্তিপূর্ণ কর্মসূচী চালিয়ে আসছে সংগঠনটি।

২০১৭ সাল থেকে আমাদের সংগঠন রেজিস্ট্রেশনের প্রচেষ্টা শুরু করেছি। নানা আইনি জটিলতায় নিবন্ধন পেতে প্রায় আট বছর সময় লেগে যায়। নিবন্ধন পেতে আইন ও বিধানের সঙ্গে সঙ্গতি রাখতে নামের ক্ষেত্রে কিছুটা পরিবর্তনও আনতে হয়। অর্থ্যাৎ সংগঠনটি ‘সোসাইটি অব বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভস এসোসিয়েশন (ফারিয়া)’ (রেজিঃ নং-S-14249)।} নামে নিবন্ধন পায়।

সংবাদ সম্মেলনে সভাপতি নিবন্ধন পাওয়ায় সরকারের সংশ্লিষ্ট দফতর এবং প্রত্যেক সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময় তিনি বলেন, দেশে বিদ্যমান সংগঠনের সব ইউনিট আন্তরিক থাকলে বাংলাদেশের ঔষধ কোম্পানির প্রতিনিধি ও ঔষধ কোম্পানির সার্বিক উন্নয়নে সফলতার শীর্ষে পৌঁছাতে সক্ষম হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

বায়ু দূষণে শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান কত?

এনসিপির কার্যালয়ের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ

নাসার বাংলাদেশ পর্ব বিজয়ীদের হাতে বেসিসের পক্ষ থেকে পুরস্কার বিতরণ

ডেসকোতে জিয়া পরিষদের আত্মপ্রকাশ

সাংবাদিক এ ইউ এম ফখরুদ্দীনের ৫ম মৃত্যুবার্ষিকী কাল

আইজিপির সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নির্মাণাধীন ভবন থেকে যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার

শ্রমিক নিরাপত্তায় নির্বাচনে দলগুলোর ইশতেহারে অঙ্গীকার জরুরি

নির্বাচনে পুলিশকে শতভাগ নিরপেক্ষ থাকার নির্দেশনা দেওয়া হয়েছে

উইলস লিটল ফ্লাওয়ার ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার