হোম > রাজধানী

জেনেভা ক্যাম্পে দুই পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত

স্টাফ রিপোর্টার

​রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলাকালীন ককটেল বিস্ফোরণে মো. জাহিদ (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোর আনুমানিক পৌনে চারটার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত জাহিদ জেনেভা ক্যাম্পের বাসিন্দা এবং পেশায় মোবাইল সার্ভিসিংয়ের দোকানে কাজ করতেন।

​নিহতের ভগ্নিপতি রবিন হোসেন উজ্জ্বল জানান, তার শ্যালক জাহিদ কল্যাণপুরের মিজান টাওয়ারের একটি দোকানে মোবাইল সার্ভিসিংয়ের কাজ করতেন। আজ ভোরে ফজরের আযানের আগে জেনেভা ক্যাম্পের অভ্যন্তরে দুই পক্ষের মধ্যে মারামারি চলছিল। এই সময় জাহিদ বাসা থেকে গেট দিয়ে বাইরে বের হয়ে এগিয়ে গেলে একটি ককটেল তার মাথায় বিস্ফোরিত হয়। এতে তিনি গুরুতর আহত হন। দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ট্রমা সেন্টারে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে সঙ্গে সঙ্গে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ভোর সাড়ে চারটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

​নিহত মো. জাহিদ জেনেভা ক্যাম্পের মৃত ইরানের ছেলে। পাঁচ বোন ও দুই ভাইয়ের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। তার বন্ধুদের কেউ কেউ জানিয়েছেন, জাহিদ গ্রাফিক্স ডিজাইনার হিসেবেও পরিচিত ছিলেন।

​ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে জাহিদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

মোহাম্মদপুর থানা পুলিশ জানিয়েছে, ভোররাতে তারা ক্যাম্পে সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। তবে ততক্ষণে পরিস্থিতি শান্ত হয়ে যায়। পুলিশ এ ঘটনার তদন্ত শুরু করেছে।

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, জেনেভা ক্যাম্পে দীর্ঘদিন ধরে মাদক কারবার ও এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে 'বুনিয়া সোহেল গ্রুপ' এবং 'পিচ্চি রাজা-চুয়া সেলিম গ্রুপ'-এর মধ্যে সংঘর্ষ চলে আসছে। এই দুই গ্রুপের সংঘাতের জেরেই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

সম্প্রতি এ এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে ৩২টি ককটেলসহ বেশ কয়েকজনকে আটক করেছিল। জাহিদের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে জেনেভা ক্যাম্প এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত এই অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধ করে শান্তি প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন।

নির্মাণাধীন ভবন থেকে যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার

শ্রমিক নিরাপত্তায় নির্বাচনে দলগুলোর ইশতেহারে অঙ্গীকার জরুরি

নির্বাচনে পুলিশকে শতভাগ নিরপেক্ষ থাকার নির্দেশনা দেওয়া হয়েছে

উইলস লিটল ফ্লাওয়ার ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

নিরাপদ সড়কের দাবিতে ফার্মগেটে সড়ক অবরোধ

আজ মেঘলা থাকতে পারে ঢাকার আকাশ

রাজধানীতে অজ্ঞাত দুই যুবকের লাশ উদ্ধার

মিরপুরে বিহারি ক্যাম্পে মাদক কারবারির ছুরিকাঘাতে আহত যুবক

সরকারবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে অবসরপ্রাপ্ত ডিআইজি প্রিজন্স গ্রেপ্তার

সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে ছুরিকাঘাতে ২ কলেজ শিক্ষার্থী আহত