হোম > রাজধানী

বিদেশী পর্যবেক্ষকদের নিরাপত্তা নিশ্চিতে সকল ব্যবস্থা নিবে পুলিশ

আইজিপির সঙ্গে কমনওয়েলথ প্রতিনিধিদলের সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার

আসন্ন নির্বাচন পর্যবেক্ষণ করতে আসলে বিদেশী পর্যবেক্ষকদের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ প্রয়োজনীয় সকল ব্যবস্থা নিবে বলে জানিয়েছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ বাহারুল আলম। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) আইজিপির সঙ্গে কমনওয়েলথ ইলেক্টোরাল সাপোর্ট সেকশনের পাঁচ সদস্যের এক প্রতিনিধিদল পুলিশ হেডকোয়ার্টার্সে সাক্ষাৎ করলে তিনি প্রতিনিধি দলকে এ কথা বলেন।

প্রতিনিধিদলের নেতৃত্ব দেন কমনওয়েলথ ইলেক্টোরাল সাপোর্ট সেকশনের উপদেষ্টা লিনফোর্ড এনড্রুজ। প্রতিনিধিদলের প্রধান আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ পুলিশের প্রস্তুতি, নির্বাচনকালীন বিদেশী পর্যবেক্ষকদের নিরাপত্তা এবং সার্বিক আইনশৃঙ্খলা ব্যবস্থাপনা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

আইজিপি কমনওয়েলথ প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে বলেন, পুলিশ আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে এবং নির্বাচনে দায়িত্ব-পালনকারী প্রায় দেড় লাখ পুলিশ সদস্যের প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে পুলিশের সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। তিনি বলেন, বিদেশী পর্যবেক্ষকদের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ প্রয়োজনীয় সকল ব্যবস্থা নিবে। এ সময় বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং প্রতিনিধিদলের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

রাজধানীতে সিএনজি অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

মেট্রো রেলে চাকরি পাচ্ছেন আবুল কালামের স্ত্রী পিয়া

কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান হলেন ড. ছালাম

ঢাকায় তুরস্কের প্রজাতন্ত্র দিবস উদ্‌যাপিত

জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে পুনরায় ঐকমত্য সভার দাবি

রাওয়ায় বইমেলা উদ্বোধন

‘শ্রমজীবীদের ন্যায্য অধিকার আদায়ে গণঅধিকার পরিষদের লড়াই অব্যাহত’

নির্বাচন ও আইনশৃঙ্খলার অজুহাতে একুশে বইমেলা স্থগিত রাখা অযৌক্তিক

যাত্রী সেজে চালককে আহত করে অটোরিকশা ছিনতাই

মাদক থেকে পরিত্রাণের সবচেয়ে ভালো মাধ্যম খেলাধুলা: বাণিজ্য উপদেষ্টা