রাজধানীর বিভিন্ন স্থানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালত পরিচালনা করে তিন হাজার ২০৮টি মামলা নিষ্পত্তি করেছে। এর মধ্যে ২৭৯৪টি ফৌজদারি ও ৪১৪টি ট্রাফিক মামলা আছে। এতে গ্রেপ্তার করা চার হাজার ৩৯৯ জনের মধ্যে এক হাজার ৭০৪ জনকে বিভিন্ন মেয়াদে সাজাও দেওয়া হয়।
আইন কর্মকর্তা (জেলা জজ) মোহাম্মদ আতাউল হক জানান, ডিএমপির মতিঝিল বিভাগ গত নভেম্বরে ৩৫৫ জনকে গ্রেপ্তার করে বিশেষ আদালতে ২৮২টি মামলা করে। তাদের দুই লাখ ১১ হাজার ৯০০ টাকা জরিমানা ও ২২৬ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। ওয়ারী বিভাগ ২৮০ জনকে গ্রেপ্তার করে ২১৯টি মামলা করে। তাদের এক লাখ সাত হাজার ৪০০ টাকা জরিমানা ও ১১৯ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। এছাড়া তেজগাঁও, গুলশান, মিরপুর, রমনা, লালবাগ, উত্তরা, মতিঝিল বিভাগ মিলে তিন সহস্রাধিক মামলা নিষ্পত্তি করা হয়।
সংক্ষিপ্ত আকারে বিচারযোগ্য এমন অপরাধ এবং অপরাধগুলোর বিচার ফৌজদারি কার্যবিধির আলোকে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সংক্ষিপ্ত পদ্ধতিতে করা হয়। এতে ঢাকা মহানগরীতে মাদক, চুরি, ছিনতাই দমনসহ শান্তি-শৃঙ্খলা রক্ষায় আদালতগুলো উল্লেখযোগ্য ভূমিকা রাখছে।