হোম > রাজধানী

মুষলধারে বৃষ্টিতে রাজধানীতে জলাবদ্ধতায় ভোগান্তি

স্টাফ রিপোর্টার

ফাইল ছবি

মুষলধারে বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা দেয়। ফলে নগীর অধিকাংশ এলাকায় জলাবদ্ধতা আর যানজটে ভোগান্তিতে পড়তে হয় রাস্তায় চলাচলকারী জনগণকে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য পর্যালোচনায় দেখা যায়, শনিবার সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে রাজশাহী ও রংপুর বিভাগে। এদিন সারাদেশের মধ্যে সর্বোচ্চ ১৬৬ মিলিমিটার। রাজধানীতে বৃষ্টি হয়েছে ৩২ মিলিমিটার।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান আমার দেশকে বলেন, দক্ষিণ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর ও দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের পশ্চিমাংশ জুড়ে অবস্থান করছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় আরও একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর প্রভাবেই বৃষ্টি হচ্ছে। তবে রোববার থেকে বৃষ্টি কমে আসবে।

শনিবার বিকাল চারটা নাগাদ ঢাকার আকাশ ঢেকে যায় কালো মেঘে। এরপর সাড়ে চারটা নাগাদ শুরু হয় গুড়িগুড়ি বৃষ্টি। বিকাল ৫টা নাগাদ বাড়তে শুরু হয় এই বৃষ্টি। সন্ধ্যা সাতটায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রায় আড়াই ঘণ্টার বৃষ্টিতে রাজধানীর বেশিরভাগ অলিগলি পানিতে তলিয়ে গেছে। কিছু কিছু বড় সড়কের একপাশেও পানি জমে গেছে। বৃষ্টির কারণে দেখা দিয়েছে তীব্র যানজট। সব মিলিয়ে অফিস ফেরত সাধারণ মানুষ পড়েছেন চরম ভোগান্তিতে।

মিরপুর, কাজীপাড়া, কাজীপাড়া শেওরাপাড়া, ফার্মগেট, শাহবাগ, মোহাম্মদপুর, মালিবাগ, মুগদা, উত্তরা ও ধানমন্ডি প্রায় সব এলাকাতেই টানা বৃষ্টিপাত হয়। বৃষ্টির পানি জমে যায় বিভিন্ন মোড় ও অলিগলিতে। আচমকা বৃষ্টিতে অনেককেই ভিজতে দেখা গেছে।

এ ছাড়াও রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ ও সিরাজগঞ্জে ব্যাপক বৃষ্টিতে ধানক্ষেত পানিতে তলিয়ে যাওয়া খবর পাওয়া গেছে।

চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন উপজেলায় গড়ে ১৯১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ২৬০ মিলিমিটার বৃষ্টি হওয়ায় জলমগ্ন হয়ে পড়ে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভাসহ অনেক এলাকা।

এতে জনজীবনে ভোগান্তির পাশাপাশি মাঠের ধান হেলে পড়েছে। মাষকলাই ও সবজির ক্ষতি হয়েছে। মাঠে কৃষির ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ করছে কৃষি বিভাগ। সিরাজগঞ্জেও একইভাবে ফসলিক্ষেত তলিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে।

পুলিশ রাইফেল ক্লাবে বর্ণাঢ্য সমাপনী

২৫ জানুয়ারি থেকে শাহজালাল বিমানবন্দর এলাকায় হর্ন বাজালে শাস্তি

ঢাকার ১৩টি আসনে প্রার্থিতা প্রত্যাহার করলো ৮ জন

মামলা প্রত্যাহার ও মোবাইল ব্যবসায়ীদের মুক্তির দাবিতে মানববন্ধন

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার

বিমানবন্দর এলাকায় হর্ন বাজালে শাস্তিমূলক ব্যবস্থা নেবে ডিএমপি

ডেভিল হান্ট ফেইজ-২: রাজধানীতে গ্রেপ্তার ২৭

ই-টিকেটিং ও কাউন্টার পদ্ধতির আওতায় আসছে ঢাকার বাস ব্যবস্থা

আদর্শ নাগরিক তৈরিতে ইসলামী শিক্ষার বিকল্প নেই: ড. শামছুল আলম

হাতিরঝিলে গৃহকর্মীর ঝুলন্ত লাশ