হোম > রাজধানী

রাজধানীতে পূর্ব শত্রুতার জেরে সিএনজিচালককে কুপিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার

রাজধানীর গেন্ডারিয়া থানাধীন দয়াগঞ্জ এলাকায় পূর্ব শত্রুতার জেরে আরিফুল ইসলাম বাবু (৩৫) নামে এক সিএনজিচালককে কুপিয়ে হত্যা করেছে একদল দুষ্কৃতকারী। রোববার ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতের স্ত্রী আয়েশা বেগম জানান, দয়াগঞ্জ রেললাইন সংলগ্ন কলস অলার বাসার নিচে স্থানীয় কয়েকজন যুবক — রবিন, শাহিন, মাসুদ ও কাদের — মিলে তার স্বামীকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। তিনি আরো জানান, ‘আমরা খবর পেয়ে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সকালেই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

নিহতের স্ত্রী আরো জানান, ‘তারা আমার স্বামীর একটি মোবাইল ফোনও নিয়ে গেছে। কী কারণে তাদের সঙ্গে আমার স্বামীর শত্রুতা ছিল, তা আমি জানি না।’

আরিফুলের গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার বালুরচর গ্রামে। তিনি মৃত সিকান্দার আলীর ছেলে। বর্তমানে পরিবারসহ রাজধানীর মীরহাজিরবাগ মোল্লাপাড়া শাহ আল মুনিয়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে এবং তদন্ত চলছে।

পুলিশ রাইফেল ক্লাবে বর্ণাঢ্য সমাপনী

২৫ জানুয়ারি থেকে শাহজালাল বিমানবন্দর এলাকায় হর্ন বাজালে শাস্তি

ঢাকার ১৩টি আসনে প্রার্থিতা প্রত্যাহার করলো ৮ জন

মামলা প্রত্যাহার ও মোবাইল ব্যবসায়ীদের মুক্তির দাবিতে মানববন্ধন

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার

বিমানবন্দর এলাকায় হর্ন বাজালে শাস্তিমূলক ব্যবস্থা নেবে ডিএমপি

ডেভিল হান্ট ফেইজ-২: রাজধানীতে গ্রেপ্তার ২৭

ই-টিকেটিং ও কাউন্টার পদ্ধতির আওতায় আসছে ঢাকার বাস ব্যবস্থা

আদর্শ নাগরিক তৈরিতে ইসলামী শিক্ষার বিকল্প নেই: ড. শামছুল আলম

হাতিরঝিলে গৃহকর্মীর ঝুলন্ত লাশ