ড. ঈর্শিতা নাসরিনের অকাল মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে ঢাকাস্থ সেনবাগ পেশাজীবী পরিষদ।
রোববার সকাল ১১টার দিকে রাজধানী গুলশান ইউনাইটেড হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন ড. ঈর্শিতা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পরে ১নং গুলশান মার্কেট মসজিদে জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৬ বছর। তিনি স্বামীসহ অসংখ্য আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
তার মৃত্যুতে এক শোকবার্তায় ঢাকাস্থ সেনবাগ পেশাজীবী পরিষদের সভাপতি হাসান মঞ্জুর বলেন, ড. ঈর্শিতার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমরা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাই।