হোম > রাজধানী

খুঁটিতে বেঁধে পানি ঢালা সেই নারী সর্ম্পকে যা জানা গেল

স্টাফ রিপোর্টার

রাজধানীর গুলশানে তীব্র শীতের মধ্যে এক নারীকে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে গায়ে পানি ঢেলে নির্যাতনের ঘটনায় ৫ জনকে আটক করেছে পুলিশ। রোববার (৪ জানুয়ারি) সিসিটিভি ফুটেজ দেখে তাদের আটক করা হয়।

রোববার (৪ জানুয়ারি) গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল হাসান এ তথ্য জানান।

জানা যায়, গত শুক্রবার (২ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে গুলশানের নদ্দা এলাকার মোড়েল বাজারের মারকাজুত তা’লীম আল ইসলামী মাদরাসার সামনে ওই নারীকে নির্যাতন করা হয়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন মাদ্রাসার শিক্ষার্থীরা নিজ নিজ কক্ষে বিশ্রাম নিচ্ছিল এবং তাদের পাঞ্জাবিগুলো হ্যাঙ্গারে ঝুলানো ছিল। ওই নারী মাদ্রাসার দ্বিতীয় ও তৃতীয় তলায় গিয়ে চুরির উদ্দেশ্যে পাঞ্জাবির পকেট তল্লাশি করতে শুরু করেন। কিছু শিক্ষার্থী তাকে দেখে চিৎকার করলে স্থানীয়রা এসে তাকে আটক করে।

নির্যাতিত নারীর পরিচয় সম্পর্কে ওসি মোহাম্মদ রাকিবুল হাসান বলেন, 'ওই নারী ভবঘুরে। তিনি ওইদিন সকালে ওই মাদ্রাসায় ঢুকেছিলেন বলে জানিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ। পরে তারা তাকে চুরির অভিযোগে আটক করে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে গায়ে পানি ঢেলে দেয়।'

ওসি রাকিবুল বলেন, ‘নারীকে খুঁটির সঙ্গে বেঁধে গায়ে পানি ঢেলে হেনস্তার ঘটনায় কেউ মামলা করেননি। আমরা স্বপ্রণোদিত হয়ে সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে পাঁচজনকে আটক করেছি। তাদের মধ্যে তিনজন অপ্রাপ্তবয়স্ক।’

রাজধানীতে সেনা অভিযানে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ১

ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’ শুরু

ডিএমপির ১৩ কর্মকর্তাকে পদায়ন

ডিএনসিসিতে পার্ক-খেলার মাঠ-গণপরিসর রক্ষায় কমিটি গঠন

বসুন্ধরায় আইনজীবী হত্যায় গ্রেপ্তার ১

মোহাম্মদপুরে ৭০ ভরি স্বর্ণ ও ৬০০ ভরি রুপা চুরি

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে বিএনপি নেতা ফিরোজের শ্রদ্ধা

‘জাতীয় কবিতা উৎসব ২০২৬’ আয়োজনের ঘোষণা

যমুনা ও সচিবালয় এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

৩ ঘণ্টা পর শিক্ষার্থীদের সড়ক অবরোধ প্রত্যাহার