শাহবাগে গুমবিরোধী সংবাদ সম্মেলন
উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইসকনকে নির্বাহী আদেশে নিষিদ্ধের দাবি জানিয়েছেন উদ্বিগ্ন নাগরিকসমাজ। গুম-খুনসহ নানা অপরাধে যুক্ত থাকায় এই দাবি জানিয়েছেন তারা। শুক্রবার শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এই দাবি তোলা হয়।
বাংলাদেশ পলিটিক্যাল থিংকারসের (বিপিটি) ব্যানারো আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিপিটির কো-অর্ডিনেটর প্রকৌশলী মো. নুর নবী। সংগঠনের সদস্য প্রকৌশলী আলমগীর হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুইবার গুম হওয়া লেফটেন্যান্ট কর্নেল (অব.) হাসিনুর রহমান বীরপ্রতীক। আরও বক্তব্য দেন বিপিটির সদস্য ও গুমবিরোধী অ্যাক্টিভিস্ট রায়হান চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে হাসিনুর রহমান বলেন, ‘দেশে গুমের পুনরাবৃতি দুঃখজনক। ইস্কনের প্রতি নানা উস্কানীমূলক কর্মকাণ্ডের কথা শোনা গেলেও এবার গুমের অভিযোগ উঠেছে, যা খুবই আপত্তিকর। এই দেশে আর গুমের ঘটনা চলতে দেওয়া যাবে না। তদন্তে ইস্কন যদি দোষী প্রমাণিত হয় তাহলে তাদের নিষিদ্ধ ঘোষণা করতে হবে।’ তিনি বলেন, ‘আমাদের পুলিশ প্রশিক্ষিত। তারা অপরাধ তদন্ত করে বের করবে। আমি মনে করি, স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাহী আদেশে এই দলটাকে নিষিদ্ধ করে দেবেন। যারা যারা জড়িত আছে, তিনি তাদের সবগুলো আইনের ধারায় আনবেন। আমি এটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) অ্যাক্টের অধীনে আনব। কারণ, এটাকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই।’
গুমের ভুক্তভোগী সাবেক এই সেনা কর্মকর্তা বলেন, ‘আমি স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলতে চাই, আপনি দেশের নাগরিকদের গুম বন্ধে কী উদ্যোগ নিয়েছেন? আগস্ট বিপ্লবের পর গুমের ঘটনায় আপনার পদত্যাগ করা উচিত।
লিখিত বক্তব্যে প্রকৌশলী মো. নুর নবী বলেন, অত্যন্ত পরিতাপের বিষয় গুমের সংস্কৃতি বছর না ঘুরতেই আবার চালু হয়ে গেছে। বিশেষ করে সম্প্রতি দুটি ঘটনা দেশজুড়ে ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। একটি হচ্ছে, বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের তুরাগ থানার সাবেক যুগ্ম আহ্বায়ক কে এম মামুনুর রশিদ এবং চলতি সপ্তাহে গাজীপুরের টঙ্গী টিঅ্যান্ডটি এলাকার বিটিসিএল জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতি মুহিবুল্লাহ মাদানীর গুমের ঘটনা। তিনি বলেন, আগের মতো গুমের সংস্কৃতি ফেরত আসার ঘটনায় দেশের নাগরিকদের মাঝে উৎকণ্ঠা দেখা গেছে। ২৪-এর জুলাই বিপ্লবের পর দেশে গুমের ঘটনা কোনোভাবেই সমীচীন নয়। স্বাধীন দেশে কোন মানুষ গুমের শিকার হবে না এটাই আমাদের প্রত্যাশা।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিপিটির মিডিয়া সেলের সদস্য জাফর আহমেদ, প্রকৌশলী মুহিবুর রহমান, মো. মোরশেদ আলম, মাওলানা কামাল উদ্দিন প্রমুখ।