হোম > রাজধানী

খিলক্ষেতে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

স্টাফ রিপোর্টার

রাজধানীর খিলক্ষেত থানার কুড়িল বিশ্বরোড বিআরটিসি কাউন্টারের পেছনে ট্রেনের ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন।

নিহতের নাম মো. কামরুল হাসান টুটুল (৩২)। পেশায় তিনি মালবাহী ট্রলির চালক। তিনি শেরপুর জেলার সদর উপজেলার কান্দাপাড়া গ্রামের দলিল লেখক মো. শুরুজ্জামানের ছেলে।

সোমবার সকাল ৯টার দিকে রাজধানীর খিলক্ষেত থানার কুড়িল বিশ্বরোড বিআরটিসি কাউন্টারের পেছনে এ দুর্ঘটনা ঘটে।

ঢাকা মেডিকেলে নিয়ে আসা পথচারী মো. কায়েস মিয়া জানিয়েছেন, সকালে কুড়িল বিশ্বরোড বিআরটিসি কাউন্টারের পেছনে ওই যুবককে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখি। পরে তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে সকাল ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মৃতদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

মুঠো ফোনে মৃতের ছোট ভাই দেলাওয়ার হোসেনের সঙ্গে কথা বলে জানা যায়, শেরপুর থেকে গতকাল টুটুল ব্যক্তিগত কাজে ঢাকায় আসছিলেন। সকালে তারা খবর পান তার ভাই ট্রেনের ধাক্কায় মারা গেছেন।

রাজধানীতে আতঙ্কের নাম ব্যাটারিচালিত রিকশা

বনশ্রীতে স্কুলছাত্রী হত্যা মামলায় হোটেল কর্মী গ্রেপ্তার

ডিএনসিসি নাগরিক পদক পেলেন ৩ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান

মোবাইল আমদানিতে ট্যাক্স সহনীয় করার আহ্বান ব্যবসায়ীদের

বিজিবিএর দ্বি-বার্ষিক নির্বাচনে ভিশনারী এলায়েন্সের নিরঙ্কুশ জয়

ঢাকনাবিহীন ম্যানহোলে চরম ঝুঁকিতে নগরবাসী

রয়্যাল ইউনিভার্সিটিতে সেমিনার ও শীতবস্ত্র বিতরণ কর্মসূচি

বনশ্রীতে ফ্ল্যাটে মিলল স্কুলছাত্রীর লাশ

রাজধানীতে স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতিসহ গ্রেপ্তার ৯

আনোয়ারা উদ্যান সবার জন্য উন্মুক্ত ঘোষণা ডিএনসিসি প্রশাসকের