হোম > রাজধানী

ইসিতে জামায়াতসহ আট দলের স্মারকলিপি

নভেম্বরে গণভোটসহ পাঁচ দফা দাবি

স্টাফ রিপোর্টার

অবিলম্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি ও নভেম্বরের মধ্যে গণভোট অনুষ্ঠানসহ পাঁচ দফা দাবিতে নির্বাচন কমিশনে স্মারকলিপি দিয়েছে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলনসহ আটটি দল।

এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় রাজধানীর আগাঁরগাও এলাকায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল নিয়ে নির্বাচন কমিশনের সামনে জড়ো হন নেতাকর্মীরা। পরে সংশ্লিষ্ট দলের প্রতিনিধিরা নির্বাচন ভবনে গিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এমএম নাসির উদ্দিন বরাবর স্মারকলিপি জমা দেন।

প্রেস ব্রিফিংয়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেন, জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের পর সরকার ঐকমত্য কমিশনের মাধ্যমে সনদের আইনি ভিত্তি দেওয়ার জন্য গণভোটের প্রস্তাব করেছে। আমরা আটটি দলের পক্ষ থেকে সিইসির কাছে দাবি জানিয়েছি-জুলাই জাতীয় সনদের টেকসই আইনি ভিত্তির জন্য নভেম্বরের মধ্যেই গণভোটের আয়োজন করতে হবে। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হোক।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের যে চেতনা, ছাত্র–জনতার রক্তের স্বীকৃতি দিতে হবে। সেজন্য জাতীয় নির্বাচন ও গণভোট একদিনে করা যাবে না। কিছু দল এ প্রস্তাব করলেও আমরা আটটি দল বলেছি—জুলাই সনদের স্বীকৃতির জন্য নভেম্বরেই গণভোট শেষ করতে হবে।

আব্দুল হালিম বলেন, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সংশোধিত আরপিও। অন্তর্বর্তী সরকারের মন্ত্রিসভা–উপদেষ্টা পরিষদ যেটি অনুমোদন করেছে, সেটিকে হুবহু বহাল রাখতে হবে। এখানে কোনো কাটাছেঁড়া বা সংশোধনী আনা যাবে না। সরকার যেটা মন্ত্রিসভা অনুমোদন করেছে, সেটাকেই কার্যকর করে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করতে হবে। জুলাই সনদের আগে নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।

প্রধান নির্বাচন কমিশনারকে কোনো আলটিমেটাম দিয়েছেন কি না- এমন প্রশ্নের জবাবে জামায়াতের এই নেতা বলেন, আজকে আমরা কোনো আল্টিমেটাম দেইনি। তবে আমাদের আট দলের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে—এই স্মারকলিপির পর কয়েকদিন অপেক্ষা করে আগামী ৩ তারিখ জাতীয় শীর্ষ নেতারা বৈঠক করে নতুন কর্মসূচি ঘোষণা করবেন ইনশাআল্লাহ।

বৈঠকে উপস্থিত ছিলেনÑইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমেদ এবং প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের, নেজাম ইসলামী পার্টির মহাসচিব মুসা বিন ইজহার, খেলাফত আন্দোলনের নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-এর সহসভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, ডেভেলপমেন্ট পার্টির মহাসচিব নিজামুল হক নাঈম এবং জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোবারক হোসেন ও ঢাকা উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম।

এর আগে গত বুধবার আন্দোলনরত দলগুলোর পক্ষ থেকে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করা হয়।

পাঁচ দফা দাবির মধ্যে আরো রয়েছে- আগামী জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে-উচ্চ কক্ষে পিআর পদ্ধতি চালু করা; অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা; ফ্যাসিস্ট সরকারের সব জুলুম নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কাযর্ক্রম নিষিদ্ধ করা।

জামায়াতের সমাবেশ

স্মারকলিপি প্রদানের আগে আগারগাঁও মেট্রোরেল এলাকায় সমাবেশ করে জামায়াতে ইসলামী। সেখানে প্রধান অতিথির বক্তব্য দেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। এ সময় তিনি বলেন, অবিলম্বে পাঁচ দফা দাবি মানতে হবে। নইলে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

সমাবেশে আরো বক্তব্য রাখেনÑকেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম, দক্ষিণের সহকারী সেক্রেটারি কামাল হোসেন, উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক প্রমুখ।

ইসলামী আন্দোলন

পাঁচ দফা দাবিতে স্মারকলিপি দেওয়ার আগে মিছিল ও সমাবেশ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ। এতে সভাপতিত্ব করেন যুগ্মমহাসচিব ও ঢাকা দক্ষিণের সভাপতি মাওলানা ইমতেয়াজ আলম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আরেক যুগ্মমহাসচিব ও ঢাকা উত্তরের সভাপতি মাওলানা শেখ ফজলে বারী মাসউদ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন প্রমুখ।

খেলাফত মজলিসের ১৯ দফা প্রস্তাবনা

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা ও জুলাই জাতীয় সনদ ঘোষণার ওপর নভেম্বরের মধ্যে গণভোট অনুষ্ঠানসহ ১৯ দফা প্রস্তাবনা নিয়ে নির্বাচন কমিশন বরাবর স্মারকলিপি দিয়েছে খেলাফত মজলিস।

দলের মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের নেতৃত্বে এক প্রতিনিধিদল প্রধান নির্বাচন কমিশনারে এমএম নাসির উদ্দিন বরাবর এই স্মারকলিপি জমা দেন।

বাংলাদেশ খেলাফত মজলিস

পাঁচ দফা দাবিতে গতকাল নির্বাচন কমিশন বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। দলের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সিইসির সঙ্গে সাক্ষাৎ করে স্মারকলিপি প্রদান করে। প্রধান নির্বাচন কমিশনার প্রতিনিধিদলকে আন্তরিকভাবে স্বাগত জানান। স্মারকলিপি প্রদান শেষে মাওলানা জালালুদ্দীন আহমদ প্রেস ব্রিফিং করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন- দলের যুগ্ম মহাসচিব মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী, সাংগঠনিক সম্পাদক মাওলানা মোহাম্মদ ফয়সাল প্রমুখ।

জাগপার মিছিল

নির্বাচন কমিশনের সামনে সমাবেশ ও মিছিল করেন জাগপা নেতারা। সেখানে দলের সহ-সভাপতি ও মুখপাত্র প্রকৌশলী রাশেদ প্রধান, সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

খেলাফত আন্দোলন

স্মারকলিপি প্রদান কর্মসূচিতে খেলাফত আন্দোলনের পক্ষ থেকে নেতৃত্ব দেন নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী, মহাসচিব মাওলানা ইউসুফ সাদিক হক্কানী, সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন প্রমুখ।

এছাড়া এ কর্মসূচিতে নেজামে ইসলাম পার্টির সিনিয়র নায়েবে আমির আল্লামা আবদুল মাজেদ আতহারী, মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার ও নায়েবে আমির মাওলানা মোখলেসুর রহমান কাসেমী প্রমুখ উপস্থিত ছিলেন।

ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ

রাজধানীতে সিএনজি অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

মেট্রো রেলে চাকরি পাচ্ছেন আবুল কালামের স্ত্রী পিয়া

কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান হলেন ড. ছালাম

ঢাকায় তুরস্কের প্রজাতন্ত্র দিবস উদ্‌যাপিত

জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে পুনরায় ঐকমত্য সভার দাবি

রাওয়ায় বইমেলা উদ্বোধন

বিদেশী পর্যবেক্ষকদের নিরাপত্তা নিশ্চিতে সকল ব্যবস্থা নিবে পুলিশ

‘শ্রমজীবীদের ন্যায্য অধিকার আদায়ে গণঅধিকার পরিষদের লড়াই অব্যাহত’

নির্বাচন ও আইনশৃঙ্খলার অজুহাতে একুশে বইমেলা স্থগিত রাখা অযৌক্তিক