যুগের আলেম তৈরির প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করা মার্সিফুল ইন্টারন্যাশনাল মাদরাসার উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার রাজধানীর মোহাম্মদপুরের বছিলার ওয়েস্ট ধানমণ্ডিতে অবস্থিত মাদ্রাসাটির নিজস্ব ক্যাম্পাসে এটি অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ড. মোস্তাফিজুর রহমান খানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে আলোচনা পেশ করেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) প্রফেসর ড. মোঃ শামছুল আলম। প্রধান আলোচক হিসেবে আলোচনা পেশ করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মুফতি কাজী ইব্রাহিম।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সৎ ও আদর্শ নাগরিক তৈরির জন্য ইসলামি শিক্ষার কোনো বিকল্প নেই। মাদরাসার ভূমিকা এ ক্ষেত্রে অপরিসীম।
প্রধান বক্তা মুফতি কাজী ইব্রাহিম বলেন, মার্সিফুল ইন্টারন্যাশনাল মাদরাসা কুরআনের শিক্ষা বিতরণের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। মৌলিক শিক্ষার উৎস আল কুরআন। পরিকল্পিত ও আধুনিক উপায়ে এখানে শিক্ষা প্রদান করা হবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. কামাল হোসেন, হাবীব কাইয়্যুম ও ভাইস প্রিন্সিপাল অধ্যাপক মোহাম্মদ ফারুক।
বাদ আসর থেকে রাত ৮টা পর্যন্ত চলা এ কুরআন মাহফিলে বিপুল সংখ্যক পুরুষ-নারীকে অংশগ্রহন করতে দেখা যায়।