হোম > রাজধানী

ডিইউজে নির্বাচন স্থগিতকরণ অসাংবিধানিক, আন্দোলনের হুঁশিয়ারি প্রার্থীদের

আমার দেশ অনলাইন

ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) নির্বাচন নির্ধারিত দিন ১৫ নভেম্বরই অনুষ্ঠিত হতে হবে। আগামী শনিবারের মধ্যে এ বিষয়ে ঘোষণা না এলে কঠোর আন্দোলনের পাশাপাশি আদালতের দ্বারস্ত হওয়ার ঘোষণা দিয়েছেন সংঘবদ্ধ প্রার্থীরা।

বৃহস্পতিবার রাতে ডিইউজের নোটিস বোর্ডে টাঙানো এক নোটিসে নির্বাচন স্থগিতের ঘোষণা দেন নির্বাচন কমিটির চেয়ারম্যান হাসান হাফিজ। খবরটি ছড়িয়ে পড়লে রাতেই জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে জরুরি সংবাদ সম্মেলন করে এই হুঁশিয়ারি দেন বিভিন্ন প্যানেলের প্রার্থীরা।

সংবাদ সম্মেলনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী দিদারুল আলম বলেন, নির্বাচনের ঘোষিত শিডিউল অনুযায়ী ইতোমধ্যে মনোনয়ন ফরম বিক্রি ও জমা হয়ে গেছে। ১০০ জনের বেশি প্রার্থী বিভিন্ন পদে মনোনয়ন ক্রয় ও জমা দিয়েছেন। সবাই উৎসব মুখর পরিবেশে প্রচার প্রচারণাও করছেন। অথচ কোনো কারণ ছাড়াই হঠাৎ নির্বাচন স্থগিতের ঘোষণা দেখে আমরা হতভম্ব। কিন্তু ডিইউজের গঠনতন্ত্রে কোথাও কোনো অপ্রীতিকর পরিস্থিতি ছাড়া এভাবে নির্বাচন বাতিলের নিয়ম উল্লেখ নেই। কিন্তু নির্বাচন স্থগিতের জন্য অনিবার্য কারণ দেখানো হয়েছে। যার কোনো ভিত্তি নেই। আমরা এই সিদ্ধান্তের প্রতিবাদ জানাচ্ছি এবং অবশ্যই যথাসময়ে নির্বাচন হতে হবে।

সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী ডিএম আমিরুল ইসলাম ওমর বলেন, অনিবার্য কারণ বলে কোনো কারণ নেই। কিন্তু, কার ইশারায় নির্বাচন স্থগিত করা হয়েছে নির্বাচন কমিশনকে অবশ্যই সে বিষয়ে স্পষ্ট করতে হবে। সুনির্দিষ্ট কারণ দেখাতে পারলে ভিন্ন কথা নইলে ১৫ নভেম্বরই নির্বাচন হতে হবে।

জনকল্যাণ সম্পাদক পদপ্রার্থী ইস্রাফিল ফরায়েজী বলেন, আগামী শনিবার সন্ধ্যার মধ্যে নির্বাচন স্থগিতের এই অবৈধ সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। নয়লে পেশাদার সাংবাদিকদের নিয়ে তীব্র প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি কমিশনের বিরুদ্ধে আদালতেরও দ্বারস্ত হবো।

নির্বাহী সদস্য পদপ্রার্থী কেফায়েত শাকিল বলেন, সাংবাদিক ইউনিয়নে প্যানেলভিত্তিক নির্বাচনের মাধ্যমে ডিইউজেকে দলীয় রাজনীতির অংশ বানিয়ে ফেলা হয়েছে। রাজনৈতিক দল থেকে সাংবাদিক সংগঠনকে নিয়ন্ত্রণের অংশ হিসেবে দলীয় সিদ্ধান্তেই এই নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে। নতুন বাংলাদেশে ডিইউজেকে সংস্কার করতে হবে। পূর্বঘোষিত তারিখ ১৫ নভেম্বরই নির্বাচন হতে হবে। নইলে কঠোর আন্দোলনে নামবে পেশাদার সাংবাদিকরা।

প্রচার সম্পাদক পদপ্রার্থী শিমুল পারভেজের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক পদপ্রার্থী রাজু আহমেদ, নির্বাহী সদস্য পদপ্রার্থী অন্তু মুজাহিদ, আবুল কালাম প্রমুখ বক্তব্য রাখেন।

ঢাকার ১৩টি আসনে প্রার্থিতা প্রত্যাহার করলো ৮ জন

মামলা প্রত্যাহার ও মোবাইল ব্যবসায়ীদের মুক্তির দাবিতে মানববন্ধন

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার

বিমানবন্দর এলাকায় হর্ন বাজালে শাস্তিমূলক ব্যবস্থা নেবে ডিএমপি

ডেভিল হান্ট ফেইজ-২: রাজধানীতে গ্রেপ্তার ২৭

ই-টিকেটিং ও কাউন্টার পদ্ধতির আওতায় আসছে ঢাকার বাস ব্যবস্থা

আদর্শ নাগরিক তৈরিতে ইসলামী শিক্ষার বিকল্প নেই: ড. শামছুল আলম

হাতিরঝিলে গৃহকর্মীর ঝুলন্ত লাশ

দ্বিতীয় দিনের মতো নির্বাচন কমিশন ঘেরাও করল ছাত্রদল

উত্তরায় মারধরের শিকার আহত সাবেক সেনাসদস্যের মৃত্যু