হোম > রাজধানী

আবারো খুলে পড়লো মেট্রোরেলের পিলারের বিয়ারিং প্যাড, নিহত ১

আমার দেশ অনলাইন

মেট্রোরেলের ফার্মগেট এলাকার একটি পিলারের বিয়ারিং প্যাড পড়ে একজন পথচারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় রোববার দুপুর সাড়ে ১২টা থেকে মেট্রোরেলের চলাচল বন্ধ রয়েছে। এর আগে গত বছরের সেপ্টেম্বরে ফার্মগেট এলাকায় বিয়ারিং প্যাড খুলে নিচে পড়েছিল।

মেট্রোরেল পরিচালনাকারী ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্র জানিয়েছে, এ ঘটনায় দুপুর সাড়ে ১২টার দিকে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচল বন্ধ রয়েছে। কখন চালু হবে, তা এখনো নিশ্চিত নয়।

সংশ্লিষ্টরা জানান, প্রতিটি পিলারের সঙ্গে রাবারের বিয়ারিং প্যাড থাকে, যার প্রতিটির ওজন আনুমানিক ১৪০-১৫০ কেজি। এসব বিয়ারিং প্যাড ছাড়া ট্রেন চালানোটা বেশ ঝুঁকিপূর্ণ। এ কারণে মেট্রোরেলের চলাচল আপাত বন্ধ রাখা হয়েছে।

এ বিষয়ে ডিএমটিসিএলের সংশ্লিষ্ট কারো বক্তব্য পাওয়া যায়নি।

নিহত ব্যক্তির সঙ্গে থাকা পাসপোর্ট অনুযায়ী তার নাম আবুল কালাম, বাড়ি শরীয়তপুরে। তার জন্মসাল ১৯৯০।

এর আগে গত ১৮ সেপ্টেম্বর মেট্রোরেলে একটি বিয়ারিং প্যাড খুলে পড়লে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত ট্রেন চলাচল ১১ ঘণ্টা বন্ধ ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলের পাশ দিয়ে হাঁটার সময় ওপর থেকে ভারী ধাতব বস্তুটি নিচে পড়ে ওই পথচারীর মাথায় আঘাত হানে। এতে তিনি গুরুতর আহত হন। ঘটনাস্থলেই প্রচুর রক্তপাত হয়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পরিচালনা পর্ষদের নির্বাচন দাবি

মনিপুর স্কুল কমিটি নির্বাচনের দাবিতে অভিভাবকদের মানববন্ধন

৫ লাখ টাকাসহ চাকরি পাচ্ছে মেট্রোরেলে দুর্ঘটনায় নিহতের পরিবার

মেট্রোরেলের বিয়ারিং প্যাডের কাজ কী

বিমানবন্দর স্টেশন থেকে ৮টি বিদেশি পিস্তলসহ আটক ৪

মেট্রোরেলে দুর্ঘটনায় নিহতের পরিবার পাচ্ছে ক্ষতিপূরণ, তদন্ত কমিটি গঠন

মেট্রোরেল চলাচল বন্ধ

ঢাকার বাতাসে গ্যাসের গন্ধ, যা জানালো তিতাস

সরকারিকরণের ঘোষণা আজও বাস্তবায়ন হয়নি

পুরান ঢাকায় বাসার সিঁড়ি থেকে আবারো শিক্ষার্থীর লাশ উদ্ধার