রাজধানীর ডেমরায় সোহাগ মিয়া নামের এক যুবক তার স্ত্রী মোরশেদা আক্তার (২৩) ও শাশুড়ি সাহিদা বেগমকে (৪০) কুপিয়ে গুরুতর জখম করেছেন। স্ত্রীর পরকীয়া সন্দেহে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। অভিযুক্ত সোহাগকে আটক করেছে পুলিশ।
বুধবার দুপুরের দিকে ডেমরার মাতব্বর গলি এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। ঘটনার পর মোরশেদা আক্তার ও তার মা সাহিদা বেগমকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
আহত মোরশেদার মামা মফিজুল ইসলাম জানান, মোরশেদা ও তার স্বামী সোহাগ দুজনেই পোশাক কারখানায় কাজ করে। পারিবারিক বিষয় নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া লেগে থাকে। বুধবার দুপুরে পরকীয়া সন্দেহের জেরে কথাকাটাকাটির এক পর্যায়ে সোহাগ মোরশেদাকে কুপিয়ে জখম করে। এ সময় মেয়েকে বাঁচাতে এগিয়ে এলে সাহিদাকেও কুপিয়ে জখম করে সোহাগ। পরে এলাকাবাসী সোহাগকে আটক করে পুলিশে খবর দিলে পুলিশ এসে তাকে আটক করে।
এ বিষয়ে ডেমরা থানার উপ-পরিদর্শক (এএসআই) শাহিন পারভেজ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সোহাগ নামের একজনকে আটক করি। আহত দুজনকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এএসআই শাহিন আরো জানান, সোহাগের স্ত্রী পরকীয়া করেন- এমন সন্দেহ থেকেই ঝগড়ার এক পর্যায়ে তার স্বামী তাকে কুপিয়ে জখম করে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি।