হোম > রাজধানী

রায় পক্ষে আসলেও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা চিকিৎসকদের

স্টাফ রিপোর্টার

এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া কেউ নামের আগে ডাক্তার পদবি লিখতে পারবে না বলে রায় দিয়েছেন হাইকোর্ট। তবে রায়ে পক্ষে আসলেও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন চিকিৎসকেরা। পাঁচ দফা দাবির সবগুলো দফা মেনে না নেওয়া পর্যন্ত স্বাস্থ্য সেবায় ফিরে না যাওয়ার কথা জানিয়েছেন আন্দোলনরত চিকিৎসকরা।

তাদের দাবি, চিকিৎসকদের প্রতিটি দাবিই যৌক্তিক এবং বাস্তবসম্মত। তারা (ডিপ্লোমাধারী মেপিকেল অ্যাসিস্টেন্ট) এখন ডাক্তার না লিখলেও স্বাধীনভাবে আগের মতই প্রাইভেট প্র্যাকটিস করে যাবে। এটি আমরা মেনে নিব না। বুধবার দুপুরে হাইকোর্টের রায় পরবর্তী প্রতিক্রিয়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থানরত চিকিৎসকরা এসব কথা বলেন।

এ সময় ডা. হাবিবুর রহমান সোহাগ বলেন, পাঁচ দফার এক দফা পূরণ হয়েছে। বাকিগুলোও বাস্তবায়ন করতেই হবে। আপনারা কেউই চলে যাবেন না। আমরা এখান থেকে বাকি চার দফার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় অভিমুখে যাত্রা শুরু করব। আমাদের বাকি দফাগুলোর সমাধান না হলে আমরা ঘরে ফিরে যাব না।

পরে আন্দোলনকারীরা সচিবালয় অভিমুখে রওনা দিলে দোয়েল চত্বরে এসে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশ তাদের অনুরোধ করেন, সবাই না গিয়ে প্রতিনিধি পাঠাতে। কিন্তু আন্দোলনকারীরা পুলিশের অনুরোধ উপেক্ষা করে দোয়েল চত্বর পার হয়ে হাইকোর্ট মোড় হয়ে শিক্ষাভবনের সামনে পৌঁছান।

এ সময় পূর্ব থেকেই দেওয়া পুলিশের ব্যারিকেডে আটকে যায় এই পদযাত্রা। বর্তমানে মেডিকেল শিক্ষার্থী ও চিকিৎসকেরা পুলিশের সাথে কথা বলছেন। উপস্থিত অন্যান্য অন্যআন্দোলনকারীরা স্লোগান দিচ্ছেন।

কেউ বিশৃঙ্খলা করতে এলে জামায়াত ছাড় দেবে না

গুলিস্তানে দুই বাসের চাপায় একজনের মৃত্যু

পুলিশ রাইফেল ক্লাবে বর্ণাঢ্য সমাপনী

২৫ জানুয়ারি থেকে শাহজালাল বিমানবন্দর এলাকায় হর্ন বাজালে শাস্তি

ঢাকার ১৩টি আসনে প্রার্থিতা প্রত্যাহার করলো ৮ জন

মামলা প্রত্যাহার ও মোবাইল ব্যবসায়ীদের মুক্তির দাবিতে মানববন্ধন

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার

বিমানবন্দর এলাকায় হর্ন বাজালে শাস্তিমূলক ব্যবস্থা নেবে ডিএমপি

ডেভিল হান্ট ফেইজ-২: রাজধানীতে গ্রেপ্তার ২৭

ই-টিকেটিং ও কাউন্টার পদ্ধতির আওতায় আসছে ঢাকার বাস ব্যবস্থা