রাজধানীর হাতিরঝিল থানা এলাকায় প্রাইভেট কারের ধাক্কায় আউয়াল (৬৭) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাতে রেড ক্রিসেন্টের পাশে এ দুর্ঘটনা ঘটে।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।
নিহত আউয়ালের বাড়ি গাজিপুরের শ্রীপুর উপজেলার গরমি গ্রামে। আউয়ালের বাবার নাম আব্দুল আজিজ।