হোম > রাজধানী

আনোয়ারা উদ্যান সবার জন্য উন্মুক্ত ঘোষণা ডিএনসিসি প্রশাসকের

স্টাফ রিপোর্টার

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ বলেছেন, আজ থেকে ফার্মগেটের আনোয়ারা উদ্যান সাধারণ জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হলো। দীর্ঘদিন বন্ধ থাকা এই পার্কটি আবার নগরবাসী নির্বিঘ্নে ব্যবহার করতে পারবে।

শুক্রবার বিকেলে রাজধানীর ফার্মগেট সংলগ্ন শহীদ আনোয়ারা উদ্যানে আয়োজিত এক অনুষ্ঠানে ডিএনসিসি প্রশাসক এসব কথা বলেন।

প্রশাসক বলেন, উন্নয়ন কার্যক্রমের কারণে অনেক সময় পার্ক ও জলাধার সাময়িক ব্যবহৃত হলেও তা পুনরুদ্ধার করা সহজ নয়। তথাপি নগরবাসীর স্বার্থে এসব স্থান আবার সকলের জন্য উন্মুক্ত করা হচ্ছে।

এ সময় তিনি জানান, এ উদ্যানের চারপাশ দিয়ে ওয়াকওয়ে নির্মাণ করা হবে। খুব দ্রুতই আমরা কাজ শুরু করবো। অন্তত যেন রাত ১০টা পর্যন্ত মাঠটি খোলা রাখা যায় সে বিষয়ে আমরা বসে সিদ্ধান্ত নেবো।

প্রশাসক এজাজ আরও বলেন, শহরের যেসব পার্কে সর্বসাধারণের প্রবেশের ওপর বিভিন্নভাবে বিধিনিষেধ আরোপ করা হয়েছিল সেগুলো খুলে দেওয়া হচ্ছে এবং যেসব গণপরিসর দীর্ঘদিন পরিত্যক্ত ছিল, সেগুলোকে পরিষ্কার করে পুনরায় নগরবাসীর জন্য উন্মুক্ত করার কাজ চলছে।

অনুষ্ঠানে ঢাকা মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফারুক আহমেদ বলেন, আনোয়ারা উদ্যান এলাকায় মেট্রোরেলের প্রকল্প কাজ শেষ হয়েছে। আগামী মাসের ১৫ তারিখের মধ্যে মাঠে যেসব স্থাপনা আছে সব সরিয়ে ফেলে পরিষ্কার করে ফেলা হবে।

উল্লেখ, ২০১৮ সাল থেকে মেট্রোরেল নির্মাণ কাজের কারণে ফার্মগেটের আনোয়ারা উদ্যান জনগণের জন্য বন্ধ রাখা হয়েছিল। প্রায় ৭ বছর পর আজ এটি পুনরায় সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হলো।

রয়্যাল ইউনিভার্সিটিতে সেমিনার ও শীতবস্ত্র বিতরণ কর্মসূচি

বনশ্রীতে ফ্ল্যাটে মিলল স্কুলছাত্রীর লাশ

রাজধানীতে স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতিসহ গ্রেপ্তার ৯

মুছাব্বির হত্যা: বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

রাজধানীতে গ্যাসের অতি স্বল্পচাপের যে ব্যাখ্যা দিল তিতাস

রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে সভা-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি

এই চক্রটি দেশের বৈধ মোবাইল বাজারকে ব্যাহত করছিল: উপ-পুলিশ কমিশনার

আইফোন-বিদেশি মদ-অর্থসহ তিন চাইনিজ নাগরিক গ্রেপ্তার

মুসাব্বির হত্যার ঘটনায় তেজগাঁও থানায় মামলা

বুড়িগঙ্গার তলদেশে গ্যাসলাইন লিকেজের মেরামত সম্পন্ন