শ্যামপুর থানাধীন জুরাইন বালুর মাঠ এলাকায় সড়ক দুর্ঘটনায় ইব্রাহিম (৪০) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাতে জুরাইন বালুর মাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৃতের স্ত্রী মিনারা বেগম জানান, তার স্বামী ইব্রাহিম নবাবপুরে লেবারের কাজ করতেন। রাতে কাজ শেষে বাসায় ফেরার সময় বালুর মাঠ এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন। পরে খবর পেয়ে তাকে উদ্ধার করে রাত ৩টার দিকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কোন গাড়িতে দুর্ঘটনার শিকার হয়েছেন, তা জানতে পারেননি।
ঢামেকে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।
মৃত ইব্রাহিম ভোলার তজুমদ্দিন থানার দক্ষিণ কাশিরহাট গ্রামের আনিসুল হকের ছেলে। তিনি জুরাইন এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন।