হোম > রাজধানী

প্রতিমা বিসর্জন ঘিরে রাজধানীতে নিরাপত্তা ঝুঁকি নেই: ডিএমপি কমিশনার

স্টাফ রিপোর্টার

আগামীকাল বৃহস্পতিবার (২ অক্টোবর) শারদীয় দুর্গাপূজার বিসর্জনকে কেন্দ্র করে রাজধানীতে বাড়তি পুলিশ ফোর্স ও গোয়েন্দা সংস্থার সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

বুধবার (১ অক্টোবর) বিকেলে রাজধানীর বনানী পূজামণ্ডপের নিরাপত্তা পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

বিসর্জন উপলক্ষে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা রয়েছে কি না জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন, যেখানে বিসর্জন হবে সেখানে এরই মধ্যে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। অধিকসংখ্যক পুলিশ ফোর্স ও গোয়েন্দা সংস্থার সদস্য নিয়োজিত থাকবে। এখন পর্যন্ত নিরাপত্তা বিঘ্নিত হওয়ার মতো আশঙ্কা নেই।

নগরবাসীকে তিনি অনুরোধ জানিয়ে বলেন, যারা সাঁতার জানে না তাদের নৌকায় না ওঠা ভালো। এছাড়া যারা সাঁতার জানে তারাও লাইফ জ্যাকেট পরে নৌকায় উঠবেন। যাতে কোনো বিপদ-আপদ না ঘটে।

ঢাকায় ২৫৪ মণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে উল্লেখ করে ঢাকার পুলিশ প্রধান বলেন, আজ নবমী, আগামীকাল বিসর্জন। এখন পর্যন্ত কোনো জায়গায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমরা প্রায় এক মাস আগে থেকে প্রস্তুতি নিয়েছি, যাতে সুন্দরভাবে, উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপিত হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ সদরদপ্তর ও ডিএমপি সদরদপ্তরে নিরাপত্তা ব্যবস্থাসহ বিভিন্ন বিষয়ে বৈঠক হয়।

মণ্ডপে মণ্ডপে অনেক ভক্ত উপস্থিত হয়েছেন তারা অনেক খুশি। আগামী দিনেও একই পরিবেশে উৎসবমুখর পরিবেশে বিসর্জন অনুষ্ঠিত হবে- যোগ করেন তিনি।

ডিএমপি কমিশনার বলেন, এ দেশে শত শত বছর ধরে হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিষ্টান ভাই-বোনের মতো একত্রে বসবাস করে আসছি। সম্প্রীতি যেন নষ্ট না হয় এবং পরবর্তী প্রজন্ম যেন নষ্ট না করে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে।

এনইআইআর সংস্কারে রাজি বিটিআরসি ৯ ডিসেম্বর পর্যন্ত অবরোধ স্থগিত

রাবির দ্বাদশ সমাবর্তন নিয়ে অসন্তোষের জেরে ঢাকায় মানববন্ধন

এবার ডিএমপির ১৫ পরিদর্শকের রদবদল

তিন ধাপে অনুষ্ঠিত হবে ফাইন্যান্স এক্সেল প্রতিযোগিতা

ডিআরইউর নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় তেজগাঁও প্রেস ক্লাবের দোয়া মাহফিল

খালেদা জিয়ার সুস্থতা কামনায় ‘ঢাকাস্থ প্রিয় বগুড়াবাসী ফোরাম’র দোয়া

পাঁচ কলেজ শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ

অধ্যাদেশের এক দফা দাবিতে শিক্ষা ভবন অভিমুখে সাত কলেজ শিক্ষার্থীরা

আগারগাঁওয়ে মোবাইল ব্যবসায়ীদের সড়ক অবরোধ