হোম > রাজধানী

ভোরের আলোতে ফুটেছে কড়াইলের ক্ষত

ভয়াবহ অগ্নিকাণ্ড

আমার দেশ অনলাইন

অগ্নিকাণ্ডের পর কড়াইল বস্তির চিত্র। ছবি : ফেসবুক

রাজধানীর কড়াইল বস্তিতে গতকালের ভয়াবহ আগুনে প্রায় ১ হাজার ৫০০টি ঘর পুড়ে গেছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর এ তথ্য জানিয়েছে। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডে কড়াইলের ক্ষয়ক্ষতি বোঝা না গেলেও আজ ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে স্পষ্ট হয়ে উঠেছে বস্তির ক্ষতচিহ্ন।

সারা রাত আগুনের সঙ্গে লড়াই করে বেঁচে যাওয়া লোকজন সকালে কড়াইলে ফিরে আসেন। কিন্তু এসে দেখেন, তাদের সব পুড়ে ছাই হয়ে গেছে। এমন অবস্থায় খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে অনেক পরিবারকে।

আজ সকালে খোলা আকাশের নিচে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করতে দেখা গেছে ক্ষতিগ্রস্তদের। নিজেদের ঘরের ধ্বংসস্তূপ থেকে কেউ কেউ অবশিষ্ট মালপত্র সরানোর চেষ্টা করেছেন।

বিভিন্ন সংস্থা ও রাজনৈতিক দলের পক্ষ থেকে কিছু সহায়তা মিললেও তা প্রয়োজনের তুলনায় অনেক কম বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। তারা জানান, ভয়াবহ আগুন প্রায় সবকিছু শেষ করে দিয়েছে। তাই সামনে কীভাবে দিন কাটবে, তা নিয়ে অনিশ্চয়তায় আছেন তারা।

এর আগে গতকাল মঙ্গলবার বিকেল ৫টা ২২ মিনিটে আগুনের সূত্রপাত হয় কড়াইলে। রাত ১০টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। আগুনের কারণ এখনো অজানা।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, রাত ১০টা ৩৫ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। বস্তির ঘিঞ্জি এলাকা এবং পানির সমস্যা থাকায় আগুন নেভানোতে বেশ বেগ পেতে হয়েছে।

সরকার ও ড্যাফোডিলের সহযোগিতায় কোর্ট অটোমেশন সিস্টেম

নির্বাচনি ট্রেন চক্রান্ত করে থামানো যাবে না: ব্যারিষ্টার অসীম

ক্রীড়াঙ্গনে নারী খেলোয়াড়দের সামাজিক সুরক্ষা শীর্ষক সেমিনার

শাহবাগে বিসিএস পরীক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

মেট্রোরেলের লাইনে ‘ব্যাগ’, ২০ মিনিট ট্রেন চলাচল বন্ধ

কড়াইল বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

শহরের ব্যস্ততার মাঝে এক টুকরো স্বস্তি আমিন মোহাম্মদ এগ্রোতে

মেট্রোরেলের কার্ডের অনলাইন রিচার্জ চালু

ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ, চালু হচ্ছে আজ

ছেলেকে কুপিয়ে হত্যা, বাবার অবস্থা আশঙ্কাজনক