হোম > কর্পোরেট

ঢাবি আইএসআরটি সুবর্ণজয়ন্তী পদক পেলেন মো. দেলোয়ার হোসেন সিপন

আমার দেশ অনলাইন

ঢাকা বিশ্ববিদ্যালয় পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউট (আইএসআরটি)-এর শিক্ষার্থী মো. দেলোয়ার হোসেন সিপন ‘আইএসআরটি সুবর্ণজয়ন্তী পদক–২০২৫’ অর্জন করেছেন। স্নাতক (সম্মান) পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ অর্জনের স্বীকৃতিস্বরূপ তাকে এ পদক প্রদান করা হয়।

মঙ্গলবার আইএসআরটি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মো. দেলোয়ার হোসেন সিপনের হাতে পদক ও সনদ তুলে দেন।

ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. তামান্না হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুস সালাম। অনুষ্ঠান আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. ইশরাত রায়হান স্বাগত বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানে প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ পদকপ্রাপ্ত শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন, এই অর্জন শুধু ব্যক্তিগত নয়, এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্যও গর্বের।

শিক্ষা ও গবেষণার উন্নয়নে শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়ের কাঙ্ক্ষিত অবস্থান অর্জন সম্ভব।

তিনি আধুনিক ও মানসম্মত গবেষণার মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুনাম ছড়িয়ে দেওয়ার জন্য মেধাবী শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে ইনস্টিটিউটের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

দেশের খাঁটি খামারিদের সম্মাননা দিচ্ছে ‘প্রাণ দুধ’

দুবাইয়ে ফুড অ্যান্ড বেভারেজ মেলা গালফুডে দেশের ৩৪ প্রতিষ্ঠান

ঢাকায় কনকা, গ্রি ও হাইকো ইলেকট্রনিক্স গ্রুপের ‘পার্টনারস মিট’ অনুষ্ঠিত

নির্বাচন সামনে রেখে সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় ডিএনসিসিতে গোলটেবিল বৈঠক

যশোর বিমানবন্দরে ‘এয়ারপোর্ট সিকিউরিটি এক্সারসাইজ–২০২৬’ অনুষ্ঠিত

ক্যারিবি ও পিকাবোর সমঝোতা স্বাক্ষর

বেপজা অর্থনৈতিক অঞ্চলে ৮০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে দ. কোরীয় কোম্পানি

গাকৃবিতে স্বয়ংক্রিয় সেচ পদ্ধতির উপর কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

আবগারি শুল্ক বিষয়ে এনবিআর চেয়ারম্যানের সাথে আইবিসিএফ প্রতিনিধিদলের সাক্ষাৎ

রেমিট্যান্স সেবা সহজ করতে নগদ ও শাহ্জালাল ইসলামী ব্যাংকের চুক্তি