হোম > কর্পোরেট

ঢাকা বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী গবেষণা মেলা ও ক্যারিয়ার উৎসব অনুষ্ঠিত

আমার দেশ অনলাইন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের উদ্যোগে দিনব্যাপী ‘Research Fair & Career Festival’ রোববার সাইন্স এনেক্স ভবন চত্বরে অনুষ্ঠিত হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গবেষণা মেলা ও ক্যারিয়ার ফেস্টিভালের উদ্বোধন করেন।

আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. হুমায়ুন কবীরের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী।

অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী মো. ফজলুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. সানজিদা মুর্শেদ।

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান মেলা আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, এ ধরনের আয়োজন মানুষের প্রতিভা ও সৃজনশীলতাকে সম্মান জানায় এবং গবেষকদের মধ্যে কার্যকর নেটওয়ার্কিং তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি বিশ্ববিদ্যালয় ও সমাজের মেলবন্ধন জোরদারের ওপর গুরুত্বারোপ করে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় একটি সামাজিক প্রতিষ্ঠান হিসেবে সমাজকে নিয়ে এগিয়ে যায়। সরকার কিংবা কোনো রাজনৈতিক দল দিয়ে বিশ্ববিদ্যালয় পরিচালিত হয় না।

তিনি আরও বলেন, ইন্ডাস্ট্রি ও একাডেমিয়ার সম্পর্ক জোরদার করতে পারলে শিক্ষা ও গবেষণা আরও এগিয়ে যাবে। বিশ্ববিদ্যালয়ে অনেক সীমাবদ্ধতার মধ্যেও চমৎকার গবেষণা হচ্ছে উল্লেখ করে তিনি শিক্ষক-শিক্ষার্থীসহ সকলের সম্মিলিত প্রচেষ্টায় ঢাকা বিশ্ববিদ্যালয় এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এ গবেষণা মেলা ও ক্যারিয়ার ফেস্টিভ্যালে ঢাকা বিশ্ববিদ্যালয়, ওয়েব সফট বিডি, সেইভ দ্য চিলড্রেন, কারিতাস, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন, বিসিএসআইআর, বাংলাদেশ নেভি, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, বিআইডব্লিউটিএ, বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, প্ল্যান বাংলাদেশ, বিওআরআই, এসিএফ, ইউএনডিপিসহ মোট ৩২টি শিল্প প্রতিষ্ঠান, গবেষণা সংস্থা ও শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।

এসবিএসি ব্যাংকের বার্ষিক ব্যবসা উন্নয়ন সম্মেলন

গণভোট দেশের রাজনীতির গতিধারা পাল্টে দেবে: ধর্ম উপদেষ্টা

বিদ্যুৎ–গ্যাস–পানি সংযোগ বিচ্ছিন্ন করা যাবে না: আদালতের নিষেধাজ্ঞা

জাতীয় গবেষণা প্রতিবেদন: দেশে মাদকসেবী ৮২ লাখ

হর্ন বাজানো আমাদের বন্ধ করতেই হবে: সৈয়দা রিজওয়ানা হাসান

এনসিসি ইসলামিক ব্যাংকিং ফেনী শাখার উদ্বোধন

জাতীয় চ্যালেঞ্জগুলোকে গবেষণায় গুরুত্বের সাথে অন্তর্ভুক্ত করতে হবে: ঢাবি ভিসি

দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি’র উদ্যোগে ব্যামেলকো কনফারেন্স অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ২০২৬ সালের বসন্তকালীন সেমিস্টারের নবীনবরণ অনুষ্ঠিত

পূবালী ব্যাংকের ঢাকা কেন্দ্রীয় অঞ্চলের ১ম ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত