হোম > কর্পোরেট

বাংলাদেশে ডটবিডি সেকেন্ড লেভেল ডোমেইন ও আধুনিক রিসেলার সিস্টেম চালু

আমার দেশ অনলাইন

দেশের আইটি ও ডিজিটাল অর্থনীতি আরও শক্তিশালী করার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে বহুল প্রতীক্ষিত ডটবিডি (.bd) সেকেন্ড লেভেল ডোমেইন (যেমন: example.bd)। এই নতুন ডোমেইন ব্যবস্থার মাধ্যমে দেশীয় উদ্যোক্তা, স্টার্টআপ, ফ্রিল্যান্সার এবং সাধারণ ব্যবহারকারীরা সংক্ষিপ্ত, আকর্ষণীয় এবং জাতীয় পরিচয়বাহী ডোমেইন ব্যবহার করতে পারবেন।

বিটিসিএল জানিয়েছে, নতুন ডোমেইন চালুর আগে তিন মাসব্যাপী ‘সানরাইজ পিরিয়ড’ রাখা হয়েছিল। এর মাধ্যমে বিদ্যমান .com.bd ডোমেইন ব্যবহারকারীরা তাদের পরিচিতি রক্ষা করে .bd ডোমেইন সংরক্ষণ করার সুযোগ পেয়েছেন। এই পদক্ষেপের ফলে সম্ভাব্য নাম-সংঘাত এবং সাইবার স্কোয়াটিং প্রতিরোধ করা সম্ভব হয়েছে।

একই সঙ্গে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড (BTCL) একটি আধুনিক, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর রিসেলার সিস্টেম চালু করেছে। গ্রাহকরা এখন বিটিসিএলের ওয়েবসাইটে প্রকাশিত স্বীকৃত রিসেলারদের মাধ্যমে সরাসরি ডোমেইন ক্রয় করতে পারবেন।

ডিজিটাল সার্বভৌমত্ব সুদৃঢ় করা এবং ডোমেইন ব্যবস্থাপনাকে আন্তর্জাতিক মানদণ্ডে উন্নীত করার লক্ষ্যে নিম্নোক্ত গুরুত্বপূর্ণ নির্দেশনা মেনে চলার অনুরোধ জানিয়েছে বিটিসিএল:

স্বীকৃত প্রতিষ্ঠান ও ব্র্যান্ডের নাম ব্যবহার করে ডোমেইন অপব্যবহার রোধের জন্য যথাযথ প্রমাণাদি সরবরাহ করা আবশ্যক।

দেশীয় সরকারি দপ্তর ও সংস্থাকে অগ্রাধিকার ভিত্তিতে .bd ডোমেইন প্রদান করা হবে।

gov, govt, এবং অন্যান্য রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ নামের সঙ্গে মিলিত ডোমেইন নাম গ্রহণযোগ্য হবে না। বিদ্যমান বিরোধ থাকলে বিটিসিএল তাৎক্ষণিকভাবে বাতিল করার পূর্ণ অধিকার রাখে

যেকোনো ডোমেইন সংক্রান্ত বিরোধ BTCL এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (BTRC) যৌথভাবে সমাধান করবে। গ্রাহকরা ই-মেইল info@btrc.gov.bd এর মাধ্যমে লিখিতভাবে অভিযোগ জানাতে পারবেন।

অশ্লীল, কুরুচিপূর্ণ বা উসকানিমূলক ডোমেইন নাম গ্রহণযোগ্য হবে না। ডোমেইন ক্রয় করে তা অন্যের কাছে বিক্রি বা লিজ দেওয়া সম্পূর্ণরূপে নিষিদ্ধ।

কোনো শর্ত লঙ্ঘন হলে BTCL সংশ্লিষ্ট ডোমেইন বাতিল করতে পারবে এবং গ্রাহক কোনো ক্ষতিপূরণ বা রিফান্ড দাবি করতে পারবেন না।

এই উদ্যোগের মাধ্যমে দেশীয় ডোমেইন ব্যবস্থাপনা আরও স্বচ্ছ, নিরাপদ এবং আন্তর্জাতিক মানদণ্ডে উন্নীত হবে। উদ্যোক্তারা সংক্ষিপ্ত ও জাতীয় পরিচয়বাহী ডোমেইন ব্যবহার করে আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের উপস্থিতি আরও শক্তিশালী করতে পারবেন।

বিশেষজ্ঞরা আশা করছেন, এই পদক্ষেপ দেশের ডিজিটাল অবকাঠামোকে আরও দৃঢ় করবে এবং ভবিষ্যতে বাংলাদেশের ডিজিটাল ইকোসিস্টেমকে সুসংহত করবে।

যশোর বিমানবন্দরে এয়ারপোর্ট সিকিউরিটি এক্সারসাইজ ২০২৬ অনুষ্ঠিত

দেশের খাঁটি খামারিদের সম্মাননা দিচ্ছে ‘প্রাণ দুধ’

দুবাইয়ে ফুড অ্যান্ড বেভারেজ মেলা গালফুডে দেশের ৩৪ প্রতিষ্ঠান

ঢাকায় কনকা, গ্রি ও হাইকো ইলেকট্রনিক্স গ্রুপের ‘পার্টনারস মিট’ অনুষ্ঠিত

নির্বাচন সামনে রেখে সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় ডিএনসিসিতে গোলটেবিল বৈঠক

যশোর বিমানবন্দরে ‘এয়ারপোর্ট সিকিউরিটি এক্সারসাইজ–২০২৬’ অনুষ্ঠিত

ঢাবি আইএসআরটি সুবর্ণজয়ন্তী পদক পেলেন মো. দেলোয়ার হোসেন সিপন

ক্যারিবি ও পিকাবোর সমঝোতা স্বাক্ষর

বেপজা অর্থনৈতিক অঞ্চলে ৮০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে দ. কোরীয় কোম্পানি

গাকৃবিতে স্বয়ংক্রিয় সেচ পদ্ধতির উপর কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত