হোম > কর্পোরেট

রিমার্ক- ইউনিলিভার টাগ অব ওয়ার: কারণ-লিলি হুইপড শিয়া বডি ওয়াশ

আমার দেশ অনলাইন

বাংলাদেশের বডি কেয়ার বাজারে বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে লিলি হুইপড শিয়া বডি ওয়াশ। কারণ এরই মধ্যে ভাইরাল এই বডি ওয়াশ নিয়ে শীর্ষ কোম্পানি রিমার্ক এইচবি লিমিটেড ও ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড এর মধ্যে রীতিমতো টাগ অব ওয়ার শুরু হয়েছে।

বডি ওয়াশ ক্যাটাগরির পণ্যের মধ্যে শীর্ষ বিক্রিত পণ্য লিলি হুইপড শিয়াকে কেন্দ্র করেই এই টাগ অব ওয়ার। দ্রুত জনপ্রিয় হয়ে ওঠা লিলির এই পণ্যটি বাজারে সর্বাধিক বিক্রিত-এটা মানতে নারাজ ইউনিলিভার। সম্প্রতি ইউনিলিভার বাংলাদেশে তাদের অন্যতম প্রতিযোগী রিমার্ক এর সঙ্গে আইনি দ্বন্দ্বে জড়িয়েছে।

রিমার্কও বিষয়টিকে গুরুত্বসহকারে নিয়েছে। রিমার্কের পক্ষে আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন শক্ত অবস্থান নিয়েছেন। লিলি হুইপড শিয়া বডি ওয়াশ যে সর্বাধিক বিক্রিত পণ্য তার যথেষ্ট এভিডেন্স রয়েছে বলে তিনি স্পষ্ট করেছেন।

জানা গেছে, ভাইরাল বডি ওয়াশের খ্যাতি পাওয়া কসমেটিকস ও স্কিনকেয়ার টেকনোলজি জায়ান্ট রিমার্ক এইচবি লিমিটেড-এর জনপ্রিয় ব্র্যান্ড লিলির হুইপড শিয়া বডি ওয়াশ। শুষ্ক মৌসুমে ত্বকের যত্নে কার্যকর পণ্য খোঁজার প্রতিযোগিতায় ভোক্তাদের পছন্দের তালিকায় সামনের সারিতে উঠে এসেছে এই বডি ওয়াশ। গত দুই মাসে এই বডি ওয়াশের বিক্রি বেড়েছে ৭ গুণ।

বাজার বিশ্লেষকদের মতে, সারা বিশ্বের মতো বাংলাদেশেও আধুনিক পণ্য হিসেবে সাবানের বিকল্প হিসেবে এরই মধ্যে জনপ্রিয় হয়ে উঠতে শুরু করেছে বডি ওয়াশ। আগে শুধু বিদেশি পণ্য হিসেবে বডি ওয়াশ আমদানি করা গেলেও লিলি উৎপাদন শুরু করায় এটি মান ধরে রেখে দামেও হাতের নাগালে এসেছে।

দেশে প্রচলিত সব ধরনের বডি ওয়াশের মধ্যে লিলির এই পণ্যটি ব্যতিক্রমী কার্যকারিতা ও প্রিমিয়াম স্কিন-কেয়ার অভিজ্ঞতা দিয়ে তৈরি করেছে বিশেষ আলোড়ন। গ্রাহকদের মধ্যে এর চাহিদা এখন সবচাইতে বেশি।

রিমার্কের প্রধান বিপণন কর্মকর্তা হেলাল উদ্দিন বলেন, মডার্ন ট্রেডসহ চলমান মার্কেট ডাটায় বডি ওয়াশ ক্যাটাগরিতে দেশের সবচাইতে বেশি চাহিদা সম্পন্ন এবং বিক্রির শীর্ষে লিলি হুইপড শিয়া বডি ওয়াশ। ইউনিলিভার আমাদের এই এগিয়ে যাওয়া মানতে নারাজ। তাদের নিজেদের এই ক্যাটাগরিতে কোন পণ্য না থাকলেও তারা রিমার্কের পণ্য বিক্রির শীর্ষে যাওয়ার বিষয়টি মেনে নিতে পারছে না।

লিলির এই পণ্য নিয়ে বাজারে ক্রেতা-বিক্রেতা সবার মধ্যেই বেশ আলোচনা। ক্রেতারা বলছেন, লিলি হুইপড শিয়া বডি ওয়াশ হল একটি ময়েশ্চারাইজিং বডি ওয়াশ যেটি আসলেই বাজারে নতুন ধরনের পণ্য। এর ফ্রেগনেন্স গোসলে দিচ্ছে নতুন ধরনের অভিজ্ঞতা। সেলিব্রেটিরাও এই বডি ওয়াশ ব্যবহার করে নিজেরাই সোশ্যাল মিডিয়ায় রিভিউ দিচ্ছেন। ফলে এটি এখন ভাইরাল বডিওয়াশ হিসেবে ক্রেতাদের নজর কেড়েছে। সঙ্গে যুক্ত হয়েছে এর চমৎকার অত্যাধুনিক প্যাকেজিং, যা ব্যবহারকারীদের নতুন অভিজ্ঞতা দিচ্ছে।

মিরপুর ২ নম্বরের কাঠালতলা সড়কের নাইম স্টোরের স্বত্বাধিকারী মোহাম্মদ নাইম বলেন, আমরা সাধারণত আগে লাগেজ পার্টি আর ইন্ডিয়ান কিছু ব্র্যান্ডের বডি ওয়াশ বিক্রি করতাম। তবে লিলি যখন বডি ওয়াশ আনলো তখন কিন্তু দেশীয় পণ্যের ওপর মানুষের আস্থা বাড়তে শুরু করেছে। বিশেষ করে হুইপড শিয়া বাজারে আসার পর দারুণ হিট করছে। বেশ কয়েকবার স্টক আউটও হয়েছে। যারা ব্যবহার করে তারা সবাই এইটাই চাইতেছে। আসলেই ভালো পণ্য থাকলে আমাদেরও ভালো লাগে, বেচা-বিক্রি ভালো হয়।

লিলির চিফ বিজনেস অফিসার আবির আদনান জানান, লিলি হুইপড শিয়া বডি ওয়াশে ব্যবহার করা হয়েছে ত্বকের সুরক্ষায় উন্নত মানের কাঁচামাল, যা ৭২ ঘন্টা পর্যন্ত ত্বকের ময়েশ্চার ধরে রাখতে সক্ষম। এতে ব্যবহার করা উপাদান সাধারণত দামি পণ্যে দেয়া হয়, ফলে সেসব পণ্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতায় থাকে না। লিলি ব্যবহারকারীদের সেই অভিজ্ঞতা নিশ্চিত করেছে দাম হাতের নাগালে রেখেই। তাই লিলি হুইপড শিয়া বডি ওয়াশ সকলের কাছেই সমানভাবে জনপ্রিয়তা পেয়েছে।

এ খাতের বাণিজ্য সংগঠন এসোসিয়েশন অব স্কিন কেয়ার অ্যান্ড বিউটি প্রোডাক্টস ম্যানুফ্যাকচার এন্ড এক্সপোর্টার্স অব বাংলাদেশ (এএসবিএমইবি) সভাপতি আশরাফুল আম্বিয়া বলেন, বডি ওয়াশ ক্যাটাগরিতে বাংলাদেশে রিমার্ক একমাত্র উৎপাদক প্রতিষ্ঠান। তাদের ভাইরাল বডি ওয়াশ লিলি হুইপড শিয়া মান সম্পন্ন করছে বলেই ক্রেতারা কিনছেন। তাই আমার মতে আইনি লড়াইয়ে না গিয়ে বরং ইউনিলিভারের উচিত মান সম্পন্ন ও ভালো পণ্য উৎপাদনে মনোযোগী হওয়া। তাছাড়া কোনটা ভালো কিংবা খারাপ সেটার বিচারের ভার ক্রেতাদের উপর ছেড়ে দিতে হবে।

ব‌্র‌্যান্ড সংশ্লিষ্টরা বলছেন, লিলি হুইপড শিয়া বডি ওয়াশ হল একটি ময়েশ্চারাইজিং বডি ওয়াশ যা ত্বককে গভীরভাবে পরিষ্কার করে এবং শিয়া বাটার দিয়ে ময়েশ্চারাইজ করে ত্বকের প্রাকৃতিক ব্যারিয়ারকে প্রোটেক্টেড রাখে। এটি ত্বককে নরম, মসৃণ এবং সজীব রাখতে সাহায্য করে, কারণ এটি ত্বকের সুরক্ষা স্তর উন্নত করে এবং দীর্ঘস্থায়ী আর্দ্রতা সরবরাহ করে। এই বডি ওয়াশটি শুষ্ক ত্বকের জন্য উপযুক্ত এবং এটি ত্বককে গভীর থেকে পরিষ্কার করে শুষ্কতা ও রুক্ষতা কমায়। যা ত্বককে মসৃণ ও কোমল করে তোলে। তাই এটি শুষ্ক ত্বকের জন্য বিশেষভাবে উপযোগী। তা ছাড়া এতে একটি সুন্দর সুগন্ধ রয়েছে যা গোসলের অভিজ্ঞতাকে আরও আনন্দদায়ক করে তোলে।

নভেম্বরে ব্যানার-ফেস্টুন, পোস্টার অপসারণের হিসাব দিল ডিএনসিসি

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সঙ্গে রিহ্যাব নেতৃবৃন্দের সাক্ষাৎ

বাংলাদেশের মেসি খ্যাত ফুটবলার সোহান এখন বিকেএসপিতে

এবার অংশ নিচ্ছেন প্রায় সাড়ে তিনশ’ উদ্যোক্তা

ডেসকোর নিজস্ব স্থাপনায় কল সেন্টারের আনুষ্ঠানিক যাত্রা শুরু

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় রূপালী ব্যাংক পরিচালনা পর্ষদের বিশেষ দোয়া

ডেসকো বোর্ডের নতুন চেয়ারম্যান মো. সানোয়ার জাহান

বাংলাদেশ কমার্স ব্যাংকের পরিচালনা পর্ষদের ৪২১তম সভা অনুষ্ঠিত

বিজ্ঞান ও পুষ্টি বিষয়ে জ্ঞানের নতুন দিগন্ত উন্মোচন

মেট্রোরেল ও এনেক্স কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষর