হোম > আইন-আদালত

পরিবারসহ আছাদুজ্জামানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

স্টাফ রিপোর্টার

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়া, তার স্ত্রী আফরোজা জামান, মেয়ে আয়েশা সিদ্দিকা, ছেলে আসিফ শাহাদাৎ ও আসিফ মাহদিনের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত। এছাড়া তার সম্পদ অনুসন্ধানে তিন সদস্যের টিম নিয়োগ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) আক্তারুল ইসলাম বিষিয়টি নিশ্চিত করেন। দুদকের আবেদনে আদালতে বলা হয়েছে, অভিযুক্তরা বিদেশে পালিয়ে গেলে অভিযোগ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ রেকর্ডপত্র ও সম্পদ উদ্ধার ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া একান্ত প্রয়োজন।

পরে আদালত আছাদুজ্জামান মিয়াসহ মোট আটজনের নামে থাকা ২২ কোটি ৬৫ লাখ ৫৩ হাজার ৩৩০ টাকা মূল্যের স্থাবর সম্পদ জব্দের আদেশ দেন।

যাদের স্থাবর সম্পদ জব্দের আদেশ দেওয়া হয়েছে, তারা হলেন—আছাদুজ্জামান মিয়ার স্ত্রী আফরোজা জামান, ছেলে আসিফ শাহাদাৎ ও আসিফ মাহদিন, মেয়ে আয়েশা সিদ্দিকা, শ্যালক হাফিজুর রহমান এবং শ্যালিকা পারভীন সুলতানা ও ফাতেমাতুজ্জোহরা।

জব্দ হওয়া সম্পদের মধ্যে রয়েছে, গুলশানের জোয়ার সাহারায় ১০ কাঠা জমির ওপর নির্মিত ছয়তলা আবাসিক ভবন, ধানমন্ডি ও গুলশানে একটি করে ফ্ল্যাট, পূর্বাচলে জমি, আফতাব নগরে ছয় কাঠা জমি। এ ছাড়া গাজীপুর, ফরিদপুর ও নারায়ণগঞ্জেও তাদের নামে জমি রয়েছে।

আদালত সূত্র জানায়, এসব স্থাবর সম্পদ জব্দ না করা হলে বিচার শেষে রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা সম্ভব হবে না, যা রাষ্ট্রের অপূরণীয় ক্ষতির কারণ হতে পারে। পাশাপাশি অভিযুক্তরা দেশত্যাগ করলে অনুসন্ধান কার্যক্রম মারাত্মকভাবে বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। শুনানি শেষে আদালত দুদকের আবেদন মঞ্জুর করেন।

২০২৪ সালের ১১ সেপ্টেম্বর রাতে রাজধানীর মহাখালী ফ্লাইওভার এলাকা থেকে আছাদুজ্জামান মিয়াকে গ্রেপ্তার করে র‍্যাব। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন। সাবেক এই কর্মকর্তার স্ত্রীর নামে ঢাকায় একটি বাড়ি ও দুটি ফ্ল্যাট এবং মেয়ের নামে একটি ফ্ল্যাট রয়েছে। এ ছাড়া ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে তার স্ত্রী ও সন্তানদের নামে ৬৭ শতক জমি রয়েছে। এই তিন জেলায় তার পরিবারের সদস্যদের নামে রয়েছে আরও ১৬৬ শতক জমি। আছাদুজ্জামান মিয়া ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত ডিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তাকে জাতীয় নিরাপত্তাসংক্রান্ত সেলের প্রধান নির্বাহী কর্মকর্তা পদে নিয়োগ দেয় সরকার। ২০২২ সালের সেপ্টেম্বরে তার চুক্তির মেয়াদ শেষ হয়।

আ. লীগ-ভারত সম্পর্কে নেতিবাচক লেখালেখির কারণে গুম করা হয়

স্কুলে ‘পুনঃভর্তি ফি’ আদায় বন্ধের নির্দেশনা চেয়ে রিট আবেদন

যেভাবে তুলে নিয়ে যাওয়া হয় কর্নেল হাসিনুরকে

আবু সাঈদ হত্যা: আসামিদের সর্বোচ্চ শাস্তি চাইলো প্রসিকিউশন

স্বামীসহ সাবেক সংসদ সদস্য রুবিনার আয়কর নথি জব্দ

প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে আদালত অবমাননার রুল

আবু সাঈদ হত্যা মামলার তৃতীয় দিনের যুক্তিতর্ক আজ

প্রহসনের বিচারে মৃত্যুদণ্ডের রায়, এখনো অন্তরীণ আলেমরা

শিশুকে নির্যাতনের অভিযোগে প্রিন্সিপালের স্বামী কারাগারে

কোন দেশের নাগরিকত্ব নিয়েছিলেন গফুর ভূঁইয়া, ফেঁসে গেলেন কিভাবে