হোম > শিক্ষা

ডাকসুতে জয়ী শিবিরের প্রার্থীদের সঙ্গে ছাত্রদলের ভোটের ব্যবধান কতটা

আতিকুর রহমান নগরী

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসুর নির্বাচনে এবার অভাবনীয় জয় পেয়েছে ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। জুলাই গণ-অভ্যুত্থানের পর ডাকসুর প্রথম এই নির্বাচনে ওই প্যানেলের প্রার্থীরা ভিপি, জিএস, এজিএস এবং ১২টি সম্পাদক পদের নয়টিতেই জয়ী হয়েছেন। শুধু তিনটি সম্পাদক পদে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা।

ছাত্রশিবিরের নির্বাচিতদের সঙ্গে নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে ছাত্রদলের প্রার্থীদের ভোটের ব্যবধান অনেক।

ছাত্রশিবির সমর্থিত প্যানেলের সাদিক কায়েম ১৪ হাজার ৪২ ভোট পেয়ে ভিপি নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত আবিদুল ইসলাম খান পাঁচ হাজার ৭০৮ ভোট পেয়েছেন। অর্থাৎ নয় হাজারেরও বেশি ভোটে হেরেছেন তিনি।

আর জিএস পদে ১০ হাজার ৭৯৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন শিবির প্যানেলের এস এম ফরহাদ।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত তানভীর বারী হামীম পাঁচ হাজার ২৮৩ ভোট পেয়েছেন।

এই নির্বাচনে ডাকসু ও হল সংসদের প্রায় বেশিরভাগ পদেই শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা জয়লাভ করেছেন।

বুধবার সকাল সাড়ে আটটায় সিনেট ভবনে ডাকসু ও হল সংসদ নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা করেন প্রধান রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দিন।

জসীম উদ্দিন বলেন, আটটি কেন্দ্রে ৮৭৪ টি বুথ তৈরি করেছিলাম, যাতে ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারেন। আমরা একজন ভোটারের জন্য ১০ মিনিট সময় নির্ধারণ করেছিলাম।

বাস্তবে ভোটেও শতভাগ ভোট হয় না উল্লেখ করে উদ্দিন বলেন, বিভিন্ন কেন্দ্রে খবর নিয়েছিলাম আমি বেলা তিনটার মধ্যেই ভোট গ্রহণ শেষ হয়। উৎসবমুখর পরিবেশে গতকাল ভোট হয়েছিল।

শিক্ষার্থীরা প্রথমবারের মতো একটা গণতান্ত্রিক মডেল সেট করে দিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

এজিএস বা সহ-সাধারণ সম্পাদক পদে শিবির সমর্থিত প্যানেলের মহিউদ্দীন খান ১১ হাজার ৭৭২ ভোট পেয়ে জয়লাভ করেছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দী ছাত্রদল সমর্থিত তানভীর আল হাদী মায়েদ পাঁচ হাজার ৬৪ ভোট পেয়েছেন।

ভিপি পদে অন্য আলোচিত প্রার্থীদের মধ্যে স্বতন্ত্র ঐক্যজোটের উমামা ফাতেমা পেয়েছেন তিন হাজার ৩৮৯ ভোট।

বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের ভিপি পদের প্রার্থী আবদুল কাদের এক হাজার ১০৩ ভোট পেয়েছেন।

অন্যদিকে, তিন হাজার ৮৮৪ টি ভোট পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন।

জিএস পদে যারা আলোচিত ছিলেন তাদের মধ্যে প্রতিরোধ পর্ষদের মেঘমল্লার বসু চার হাজার ৯৪৯ ভোট পেয়েছেন।

বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের জিএস প্রার্থী আবু বাকের মজুমদার দুই হাজার ১৩১ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে ১০ হাজার ৬৩১ ভোট পেয়ে শিবির সমর্থিত প্যানেলের ফাতেমা তাসনিম ঝুমা নির্বাচিত হয়েছেন।

এছাড়াও শিবির সমর্থিত প্যানেল থেকে বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে ইকবাল হায়দার, কমন রুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে উম্মে সালমা, আন্তর্জাতিক সম্পাদক পদে জসীম উদ্দিন খান জয়লাভ করেছেন।

এছাড়াও শিবির সমর্থিত প্যানেল থেকে ক্রীড়া সম্পাদক পদে আরমান হোসেন, ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মাজহারুল ইসলাম, মানবাধিকার ও আইন সম্পাদক মো. জাকারিয়া এবং স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে এস এম আল মিনহাজ বিপুল ভোটে জয়লাভ করেছেন।

তিন জন স্বতন্ত্র প্রার্থী সাহিত্য ও সাংস্কৃতিক পদে মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, গবেষণা ও প্রকাশনা সম্পাদক সানজিদা আহমেদ তন্বী এবং সমাজসেবা সম্পাদক পদে যুবাইর কেন্দ্রীয় ছাত্র সংসদে বিজয়ী হয়েছেন।

এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৭৭৫ জন। ডাকসুর ২৮ টি পদে দাঁড়িয়েছিলেন ৪৭১ জন প্রার্থী, যার মধ্যে নারী প্রার্থীর সংখ্যা ৬২ জন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

জবির ‘বি’ ইউনিটের ভর্তি পরিক্ষা আজ, প্রতি আসনে লড়বেন ১০২ জন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ

শেরপুরে জামায়াত নেতা নিহতের ঘটনায় প্রতিবাদে চবিতে শিবিরের বিক্ষোভ

শেরপুরে জামায়াত নেতা নিহতের ঘটনায় প্রতিবাদে রাবি শিবিরের বিক্ষোভ

শেরপুরে জামায়াত নেতা নিহতের ঘটনায় প্রতিবাদে জাবিতে বিক্ষোভ

শেরপুরে জামায়াত নেতা নিহতের প্রতিবাদে জবিতে বিক্ষোভ

খুনের 'বড় প্ল্যান' বাস্তবায়ন করতে দেওয়া হবে না: বিক্ষোভে ডাকসু নেতারা

শিক্ষকদের বেতন সুবিধা বাড়ল, জুলাই থেকে কার্যকর

এমপিওভুক্ত শিক্ষক: ৭ম নিয়োগ সুপারিশের ফল প্রকাশ