হোম > শিক্ষা

তারেক রহমানের জন্মদিনে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

প্রতিনিধি, জবি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে রাজধানীর বাহাদুর শাহ (ভিক্টোরিয়া) পার্কে সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শিশুদের জন্য ‘সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শিশুদের শিক্ষালয়’ নামে একটি সাপ্তাহিক স্কুল উদ্বোধন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

বৃহস্পতিবার সংগঠনটির কেন্দ্রীয় সহ-সভাপতি মো. কাজী জিয়া উদ্দিন বাসিতের ব্যক্তিগত উদ্যোগে ও তত্ত্বাবধানে শিক্ষালয়টির যাত্রা শুরু হয়।

উদ্বোধনের দিন প্রায় ১০০ জন শিশুকে নতুন বই, পোশাক ও খাবার দেওয়া হয়। পাশাপাশি শিক্ষালয়ের পরিবেশ তৈরির জন্য পাটি-কার্পেট, চেয়ার–টেবিল, দুটি হোয়াইটবোর্ড, মার্কার এবং প্রয়োজনীয় অন্যান্য সরঞ্জাম সরবরাহ করা হয়েছে। প্রতি সপ্তাহে শনিবার ও মঙ্গলবার সকাল ৯টায় ক্লাস নেওয়া হবে। এজন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্য থেকে দু’জনকে স্থায়ী শিক্ষক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

নতুন বই পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে সিহাব নামের এক শিশু বলেন, “আমাদের অনেকে বাবা-মা ছাড়া বড় হচ্ছি। ছাত্রদলের এই স্কুল আমাদের শেখার সুযোগ দিয়েছে। আমরা মানুষের মতো মানুষ হতে চাই, চাকরি করে ভালো জীবন গড়তে চাই।”

সুমন নামে আরেক শিশু জানায়, “বই পেয়ে খুব ভালো লাগছে। এখন থেকে নিয়মিত পড়ব। তারেক রহমানকে ধন্যবাদ, তিনি আমাদের সুযোগ করে দিয়েছেন।”

শিক্ষক হিসেবে দায়িত্ব পাওয়া জবি বাংলা বিভাগের শিক্ষার্থী লিখন ইসলাম বলেন, “কোনো সুবিধাবঞ্চিত শিশু অপরাধে জড়াক— এটা আমরা চাই না। শিক্ষার মাধ্যমে তাদের সঠিক পথে এগিয়ে নিতেই উদ্যোগটি।”

উদ্বোধনী অনুষ্ঠানে কাজী জিয়া উদ্দিন বাসিত বলেন, “তারেক রহমান সব সময় শিক্ষার ওপর গুরুত্ব দেন। ন্যায়, মানবতা ও নৈতিকতার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনায় শিক্ষা অপরিহার্য— এই বিশ্বাস থেকেই পথশিশুদের কাছে শিক্ষার আলো পৌঁছে দেওয়ার চেষ্টা। ভবিষ্যতে ইতিবাচক সাড়া পেলে স্থায়ী অবকাঠামো নির্মাণের বিষয়টি বিবেচনা করা হবে। যেন কোনো গোষ্ঠী পথশিশুদের নিজেদের স্বার্থে ব্যবহার করতে না পারে— সেই লক্ষ্যেই আমরা শিক্ষালয়টি চালু করেছি।”

তিনি আরও বলেন, ফুটপাতে থাকা শিশুরা সহজে মাদক বা অপরাধ জগতে জড়িয়ে পড়ার ঝুঁকিতে থাকে। তাই তাদের নিরাপদ ভবিষ্যতের জন্য নিয়মিত শিক্ষা অত্যন্ত জরুরি। এই উদ্যোগের মাধ্যমে শিশুদের মধ্যে শিক্ষার প্রতি আগ্রহ তৈরি করা এবং সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনাই প্রধান লক্ষ্য বলে জানান তিনি।

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার সময়সূচি পরিবর্তনের দাবি শিবিরের

মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু হচ্ছে কাল

বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে পাঠ্যবই দিতে চায় এনসিটিবি

চবি শিক্ষার্থীর মাথা ফাটিয়ে দিল ছাত্রদলের নেতাকর্মীরা

‘নবান্ন উৎসব’ নিয়ে ভিন্নধর্মী আয়োজন ঢাবি ছাত্রদলের

টাইমস হায়ারের ইন্টারডিসিপ্লিনারি সায়েন্স র‍্যাংকিংয়ে দক্ষিণ এশিয়ায় প্রথম ঢাবি

গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পেতে লাগবে তত্ত্বাবধায়ক সরকার

রাবি প্রেসক্লাবের বর্ষসেরা রিপোর্টার আমার দেশের ফাহিম

কিউএস সাসটেইনেবিলিটি র‌্যাঙ্কিং ২০২৬ এর শীর্ষে গাকৃবি

কুকসু গঠনতন্ত্র সিন্ডিকেটে পাস, অনুমোদনের জন্য ইউজিসিতে