হোম > শিক্ষা

ঢাবি আইবিএর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

বিশ্ববিদ্যালয় রিপোর্টার

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইবিএর ভর্তি পরীক্ষায় অংশ নেওয়াদের একাংশ। ছবি : আমার দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) বিবিএ প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এ বছর মোট ১২০টি আসনের বিপরীতে ৯ হাজার ৫২৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছেন।

পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন। এসময় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সায়মা হক বিদিশা, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক এম জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ এবং আইবিএ পরিচালক অধ্যাপক শাকিল হুদা উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে উপাচার্য বলেন, “অত্যন্ত প্রতিযোগিতামূলক এই পরীক্ষায় একটি আসনের বিপরীতে ৮০ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। তাই ৭৯ জনই ভর্তির সুযোগ পাবে না। তবে ভর্তি হতে না পারা জীবনের শেষ কথা নয়, এই বিষয়টি শিক্ষার্থীদের মনে রাখতে হবে।”

একই সঙ্গে অভিভাবকদের সন্তানদের প্রতি অতিরিক্ত মানসিক চাপ না দেওয়ার আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, আগামীকাল ২৯ নভেম্বর শনিবার ‘চারুকলা ইউনিটের’সাধারণ জ্ঞান ও অঙ্কন বিভাগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের’ পরীক্ষা ১৩ ডিসেম্বর, ‘বিজ্ঞান ইউনিটের’ পরীক্ষা ২০ ডিসেম্বর এবং ‘ব্যবসায় শিক্ষা ইউনিটের’ পরীক্ষা ৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

আইবিএর পরীক্ষা দিয়ে শুরু ঢাবির ভর্তিযুদ্ধ

৬৮ শিক্ষার্থীকে ব্যাবিলন শিক্ষাবৃত্তি প্রদান

৪ দফা দাবিতে মাউশিতে সরকারি মাধ্যমিক শিক্ষকদের অবস্থান কর্মসূচি

যুক্তরাজ্যের কোনো বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশি উপাচার্য ওসামা খান

৫০তম বিসিএসে স্বাস্থ্য ক্যাডারে থাকছে সবচেয়ে বেশি পদ

জবিতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

রুয়ার উদ্যোগে রাবি শিক্ষার্থীরা পেল ৫টি ই-কার

পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে বাকশাল থেকে হাসিনার পলায়ন কাহিনী

চুয়েটের ১৪১তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

গবেষণা অনুদান পেলেন রাবিপ্রবির ১৩ শিক্ষক